আরও পড়ুন: এই বিশেষ পদ্ধতিতে পাট চাষ করলে কৃষকের লাভ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে! রইল উপায়
চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী। হনুমানের ছবিওয়ালা পতাকা থেকে শুরু করে গেরুয়া রঙের নানান পতাকা নিয়ে রাম ভক্তরা শিলিগুড়ির রাস্তা মাতিয়ে তোলে। তাই রামনবমীর আগে এই সকল সামগ্রীর চাহিদা বাড়ে। এবছর দোকানিরা নতুন নতুন অনেক সামগ্রী নিয়ে হাজির হয়েছে। জয় শ্রী রাম লেখা উত্তরীয়, মাথার ফেটটি, হাতের ব্যান্ড , রামের ছবি দেওয়া টি শার্ট, এমনকি হনুমানের ছবি দেওয়া গাড়িতে লাগানোর মিনিয়েচার ফ্ল্যাগ সব পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: গরমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়, তেমনটা হলে কী করবেন? রইল টিপস
শিলিগুড়ির ব্যবসায়ী সুশীল কুমার আগরওয়াল বলেন, আগে এত চাহিদা ছিল না। তবে মানুষ এখন ধর্মপরায়ণ হয়েছে। বিশেষ করে রাম মন্দির উদ্বোধন হওয়ার পর এগুলির চাহিদা অনেকটাই বেড়েছে। রাম মন্দির উদ্বোধনের সময় এত চাহিদা ছিল যে যোগান দিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে এবার রামনবমীর আগের সম্পূর্ণ প্রস্তুত দোকানদাররা। ব্যাপক বিক্রি হওয়ায় তাঁরা খুশি। শুধু শিলিগুড়ি নয়, উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরা, সিকিম, মেঘালয় থেকেও ব্যবসায়ীরা এসে এখান থেকে পাইকারি দরে রামনবমীর বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন।
অনির্বাণ রায়