TRENDING:

‘লিংক নেই’ এখন অতীত, রাখিতে জলপাইগুড়ির ডাকঘরে বিশেষ চমক! কীসের টানে উপচে পড়ছে ভিড়?

Last Updated:

রাখি থিমের খাম ও ডাকটিকিট চালু করেছে জলপাইগুড়ির বিভিন্ন ডাকঘর। উপহারে পাঠানোর জন্যে পোস্ট অফিসেই মিলছে শার্টের বিশেষ কালেকশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডাকঘরেই মিলছে ভাই-বোনদের উপহার পাঠানোর জন্য উপহার! চমক দিচ্ছে আইটি ২.০ সফটওয়্যার! অবাক হচ্ছেন? ভাবছেন ডাকঘরে এসব আবার কি হচ্ছে? রাখির আগে এই কারণেই  ডাকঘরে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। গ্রাহক পরিষেবায় রয়েছে নতুন চমক!
advertisement

এক্কেবারে দোরগোড়ায় রাখি বন্ধন উৎসব। আর সেই উৎসবকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ডাকঘরে উপচে পড়ছে ভিড়। ভাই-বোনের সম্পর্কের এই পবিত্র উৎসব উপলক্ষ্যে প্রিয়জনকে রাখি ও উপহার পাঠাতে সকাল থেকে ডাকঘরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। তবে এবারের চিত্রটা একটু আলাদা।

আরও পড়ুনঃ চরম অমানবিকতা! গ্রাম পঞ্চায়েতের অফিসে দিনভর পড়ে রইল যুবকের নিথর দেহ, ফিরেও তাকালো না কেউ

advertisement

গ্রাহকদের ভোগান্তি কমাতে চালু হয়েছে আধুনিক আইটি ২.০ সফটওয়্যার। আগে পোস্ট অফিসে ‘লিংক নেই’ সমস্যা নিয়ে অনেক গ্রাহককে ফিরে যেতে হত। কিন্তু নতুন এই প্রযুক্তির ফলে সেই জট কাটিয়ে এবার জেলায় দ্রুত ডাক পরিষেবা মিলছে। ডাক বিভাগ এবার রাখি স্পিড পোস্ট করার জন্য বিশেষ খাম ও ডাকটিকিট চালু করেছে। রাখির থিমে তৈরি টিকিট ও খাম যেমন নজর কাড়ছে, তেমনই অনেকে আবার নিজের সংগ্রহের খাতায় তুলছেন এগুলো।

advertisement

View More

আরও পড়ুনঃ পুজোর উপহার! শারদৎসবের আগেই জলপাইগুড়িতে ঘরে ঘরে তিস্তার পরিশ্রুত জল

চমক এখানেই শেষ নয়। বিভিন্ন পোস্ট অফিসে রাখা হয়েছে শার্টের বিশেষ কালেকশনও। যারা রাখির সঙ্গে প্রিয় ভাইকে জামা উপহার দিতে চান, তাদের জন্য এটি বাড়তি সুবিধা। এদিকে শহরের বিভিন্ন বাজারে পুজোর সামগ্রী, গঙ্গাজল, রাখি, থালি, মিষ্টি সব কিছু মিলছে এক ছাদের নীচে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডাক বিভাগ জানাচ্ছে, তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন যে কোনও সময় স্পিড পোস্টে রাখি ও উপহার পাঠানোর জন্য। রাখির আবেগে প্রযুক্তি আর পরিষেবার এমন মেলবন্ধন জলপাইগুড়ির ডাকঘরে এনে দিয়েছে এক নতুন চিত্র। সেখানে প্রযুক্তির হাত ধরে উৎসবের আনন্দে সামিল সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘লিংক নেই’ এখন অতীত, রাখিতে জলপাইগুড়ির ডাকঘরে বিশেষ চমক! কীসের টানে উপচে পড়ছে ভিড়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল