রাজবংশী গায়ক মনীন্দ্র বর্মন জানান, “সমাজের এই অবক্ষয় দ্রুত রোধ করা উচিত। নাহলে অদূর ভবিষ্যতে আরও ভয়ংকর অবস্থার সম্মুখীন হতে হবে মানব সমাজকে। ভবিষ্যত প্রজন্ম একেবারে অন্ধকারের দিকে চলে যাচ্ছে প্রতিনিয়ত। এই সোশ্যাল মিডিয়াতে অশ্লীল রিলসের বিরুদ্ধে বহু সময় বহু মানুষকে এগিয়ে আসতে দেখা যায় এবং কথা বলতে দেখা যায়। তবে তিনি একজন গায়ক। তাই তিনি গানের মাধ্যমে এই রিলসের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই গান তিনি তৈরি করেন। এই গান তিনি নিজেই লিখেছেন, সুর ও তিনিই দিয়েছেন। তবে একজন রাজবংশী মানুষ হওয়ার জন্য সেই ভাষাতেই এই গান তৈরি করেছেন।”
advertisement
তিনি আরোও জানান, “এসবের ফলেই আগামী প্রজন্মের ভবিষ্যত আরোও অনেকটাই অন্ধকারে দিকে চলে যাচ্ছে প্রতিনিয়িত। বেড়ে উঠছে অসামাজিক কাজকর্ম করার প্রবণতা। এবং মেয়েদের রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে বাড়ির বয়স্ক ব্যক্তিদের থেকে শুরু করে বাচ্চাদের সামনেও মোবাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ভয় পাচ্ছে অনেকে। কারণ সামাজিক মাধ্যম খুলে স্ক্রোল করতে গেলেই চলে আসছে এই সমস্ত অশ্লীল রিলস ভিডিও। এই এতেই বেশিরভাগ সময় বাড়ির লোকজনের সামনে রীতিমত লজ্জায় পড়ে যেতে হচ্ছে বহু মানুষকে।” তবে এই ব্যক্তির তৈরি এই গান ইতিমধ্যেই নেট দুনিয়ায় বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে। মণীন্দ্র বর্মনের তৈরি রাজবংশী ভাষায় এই গান সকলের নজর আকর্ষণ করছে ইতিমধ্যেই।
Sarthak Pandit