TRENDING:

Uttar Dinajpur News: পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে সমস্যায় ছোট ব্যবসায়ীরা! ব্যাপক ক্ষতি কেনাবেচায়

Last Updated:

Uttar Dinajpur News: নিম্নচাপের জেরে ভারী বর্ষণ শুরু হয়েছে শহর জুড়ে। উত্তর দিনাজপুর জেলার ছোট-বড় বিভিন্ন বাজার গুলিতে তাই ক্রেতাদের  ভিড় নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টি সমস্যায় পড়ছেন ছোট ব্যবসায়ীরা। পুজোতে বাকি আর মাত্র চারদিন। এরই মধ্যে বহু পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে। পুজোর শেষ মুহুর্তে লক্ষ্মীলাভের আশায় বুক বাঁধছিলেন বিক্রেতারা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস এবং আবহাওয়ার খামখেয়ালিতে সিঁদুরে মেঘ দেখছেন শহরের বাজারগুলির বিক্রেতারা। অন্যান্য বছর পুজোর শেষ লগ্নে মানুষের কেনাকাটার যে ছবিটা ধরা পড়ত, চলতি বছর তা উধাও।
advertisement

নিম্নচাপের জেরে ভারী বর্ষণ শুরু হয়েছে শহর জুড়ে। উত্তর দিনাজপুর জেলার ছোট-বড় বিভিন্ন বাজার গুলিতে তাই ক্রেতাদের  ভিড় নেই। সারাদিন ধরেই চলছে বৃষ্টি। ফলে পুজোর মধ্যে সমস্যায় পড়ছেন ছোট ব্যবসায়ীরা। বৃষ্টির জেরে বেশিরভাগ ফুটপাত ব্যবসায়ীরা এবারে তাদের পণ্যের পসরা সাজিয়ে বসতে পারেননি।

জল-কাদার মধ্যে অনেক ক্রেতাই মাঝপথে কেনাকাটা থামিয়ে বাড়ি ফিরছেন। ফলে পুজোর মধ্যে বিপুল লোকসানের সম্মুখীন হচ্ছেন ছোট ব্যবসায়ীরা। অন্যান্য বছর এই সময় ক্রেতার ভিড়ে দম ফেলার ফুরসত পান না ব্যবসায়ীরা। কিন্তু পুজোর মধ্যে মাসের প্রথম সপ্তাহ থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে পুজোর শেষ বাজার অনেকটাই মার খেয়েছে বলে দাবি ছোট ব্যবসায়ীদের।

advertisement

View More

ব্যবসায়ীদের একাংশের দাবি , বড় বড় মল এবং অনলাইন শপিংয়ের দাপটে আগে জৌলুস হারিয়েছে ছোট ছোট কাপড় ব্যবসায়ীদের। কিন্তু পুজোর মধ্যে নিম্নচাপের বৃষ্টি এবারে একরাশ দুশ্চিন্তায় ফেলে দিল ব্যবসায়ীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে সমস্যায় ছোট ব্যবসায়ীরা! ব্যাপক ক্ষতি কেনাবেচায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল