TRENDING:

Uttar Dinajpur News: অচিরাচরিত শক্তির মডেল তৈরি করে সেরার শিরোপা রায়গঞ্জের ছাত্রের! গর্বিত শিক্ষকেরা

Last Updated:

Uttar Dinajpur News: পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়াণ। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করেছে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বিদ্যা ভারতীর আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলায় মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করল রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জ শহরের মোহনবাটির বাসিন্দা শ্রেয়াণ দত্ত। সে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির ইংরেজি স্কুলের ছাত্র। সম্প্রতি জয়পুরে বসেছিল অখিল ভারতীয় বিজ্ঞান মেলার আসর। সেখানে ভারতের ১১টি ক্ষেত্র থেকে ১১ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
advertisement

পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়াণ। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করেছে সে। সোলার এনার্জি, বায়ু এনার্জি-সহ মোট পাঁচটি শক্তি তুলে ধরা হয় এখানে। যার নিরিখে প্রথম স্থান অধিকার করে শ্রেয়াণ দত্ত। তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

অসীম সাহা জানিয়েছেন, দিনের পর দিন শক্তি ক্ষয় হচ্ছে যা ফিরে আসা অসম্ভব। তাই বিকল্প শক্তি খুঁজতে হবে। সে বিষয়ে মানুষকে অবগত করতেই এই বিষয়বস্তুর উপরে মডেল তৈরি করে ছিল সে।ছেলের এই সাফল্যের খুশি তার মা বুল্টি দত্ত। তিনি জানান ছেলেকে উৎসাহ দিতেন তিনি সবসময়। আগামী দিনেও সে তার পাশেই থাকবেন।

advertisement

View More

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: অচিরাচরিত শক্তির মডেল তৈরি করে সেরার শিরোপা রায়গঞ্জের ছাত্রের! গর্বিত শিক্ষকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল