আরও পড়ুন: হাসপাতালে সিটি স্ক্যানের ঘরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ! হাওড়ায় ধুন্ধুমার
যেখানে রয়েছে উইমেন্স হেল্পলাইন নম্বর, রায়গঞ্জ পুলিশ স্টেশন নম্বর এবং কন্ট্রোল রুমের নম্বর। উইমেন্স হেল্পলাইন কন্ট্রোলরুমে ফোন করে সাহায্য চাইলে সকাল সন্ধ্যা উইনারস টিম দ্রুততার সাথে সেখানে পৌঁছে গিয়ে তাদের সাহায্য করবে। একইভাবে কালিয়াগঞ্জ শহরে ও যথেষ্ট ভাবে সজাগ রয়েছে উইনারস টিম। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বরে ফোন করলে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত যে কোন এলাকায় সংশ্লিষ্ট থানার পুলিশ সেই ঘটনায় হস্তক্ষেপ করবে।
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি জানান সহজ জুড়ে ইতিমধ্যেই ১০০ টি ভোট লাগানো হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মনিটরিং চলছে। কোথাও সমস্যা নজরে এলেই তৎক্ষণাৎ পুলিশ মোবাইল ভ্যান সেখানে পৌঁছে গিয়ে ঘটনা তদন্ত করছে। যেকোন রকম সমস্যায় ওমেন্স হেল্পলাইন নম্বর ৮৩৭০৯৫৪৫৪৩, রায়গঞ্জ পুলিস স্টেশনের ০৩৫২৩২৫২৩৩৭ এবং কন্ট্রোল রুমের ৯১৪৭৮৮৯১১৯ নাম্বারে ফোন করলে মিলবে সমাধান।
পিয়া গুপ্তা