সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির দামবাড়িতে। সকাল সকাল জমিতে গিয়েছিলেন কৃষক। কিন্তু যেটা দেখলেন, তাতে চমকে উঠলেন তিনিও, চমকাল চারপাশের গ্রামবাসীও।
দক্ষিণ ডাঙ্গাপাড়ার দামবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি বিশাল আকৃতির অজগর সাপ আটকে পড়ল জালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক কৃষকের জমির পাশেই জাল পাতা ছিল। ছোটখাটো জন্তু ধরা বা জমির সুরক্ষার জন্য পেতেছিলেন জাল। সেখানে আচমকাই জড়িয়ে পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর।
advertisement
সকালে জমিতে গিয়ে সেই দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান জমির মালিক। তিনি খবর দেন স্থানীয়দের। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। অবশেষে খবর যায় পরিবেশ সচেতন সংগঠন অ্যানিমেল লাভার্স–এর কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ওই সংগঠনের সদস্যরা। সাবধানে উদ্ধার করেন সাপটিকে।
আরও পড়ুন- অন্নসংস্থানের জন্য আশৈশব লোকাল ট্রেনে গাওয়া কিশোরী আজ স্টুডিওতে, প্রথম রেকর্ড করলেন গান
জানা গিয়েছে, সাপটি সুস্থ আছে। উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর অজগরটিকে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঘটনার পর এলাকার বাসিন্দারা আতঙ্কে থাকলেও পরিবেশপ্রেমীরা বলছেন, ‘‘অজগর সাপ মানুষকে আক্রমণ করে না, যদি না নিজে বিপদে পড়ে। বনজ প্রাণীদের বসতভূমি ধ্বংস হওয়ার ফলেই তারা লোকালয়ে চলে আসছে। আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।’’ জীবন আর জীববৈচিত্র্যের সহাবস্থান যে কতটা জরুরি, এই ঘটনাই যেন তা ফের মনে করিয়ে দিল!
সুরজিৎ দে