TRENDING:

Jalpaiguri: আস্ত ছাগল গিলে ফেলল এই প্রাণী! ক্ষমতা নেই নড়াচড়ার! চা বাগানে হইচই

Last Updated:

Jalpaiguri- আস্ত ছাগল গিলে নিজেই নিস্তেজ! একেবারে তরতাজা আস্ত ছাগল গিলে খেল কে? চোখে পড়তেই এলাকাবাসীরা দেখেন, গলা পর্যন্ত খেয়ে ক্লান্ত সেই প্রাণী। আর সেটি ঝোপের ধারে গুটিয়ে রয়েছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: আস্ত ছাগল গিলে নিজেই নিস্তেজ! একেবারে তরতাজা আস্ত ছাগল গিলে খেল কে? চোখে পড়তেই এলাকাবাসীরা দেখেন, গলা পর্যন্ত খেয়ে ক্লান্ত সেই প্রাণী। আর সেটি ঝোপের ধারে গুটিয়ে রয়েছে!
অজগর উদ্ধার
অজগর উদ্ধার
advertisement

জলপাইগুড়ির চা বাগান থেকে উদ্ধার ১৫ ফুটের বিশাল অজগর। চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে। আস্ত ছাগল গিলে ফেলেছে বিশালাকার অজগর, আর তাতেই চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের চা বাগানে।

নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার হল প্রায় ১৫ ফুট লম্বা এক বিশাল অজগর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই নজরে আসে একটি অজগর, যার পেট ফুলে রয়েছে অস্বাভাবিকভাবে।

advertisement

আরও পড়ুন- সুন্দরবন শুধু নয়, ডুয়ার্সেও জমিয়ে ইলিশ উৎসব, সঙ্গে সুস্বাদু বোরলি, রইল সুলুকসন্ধান

পরে দেখা যায়, সাপটি একটি আস্ত ছাগল গিলে ফেলেছে এবং নিস্তেজ অবস্থায় ঝোপের মধ্যে গুটিয়ে রয়েছে। অজগরের এমন আকৃতি ও উপস্থিতিতে আতঙ্ক ছড়ায় বাগা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় খুনিয়া রেঞ্জ অফিসে। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে এসে সতর্কভাবে অজগরটিকে উদ্ধার করেন।

advertisement

খুনিয়া রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, অজগরটি নিরীহ হলেও ছাগল খাওয়ার পর নিস্তেজ হয়ে পড়েছিল। সম্ভবত পাচনের সময় সে ঝোপের মধ্যে গুটিয়ে বিশ্রামে ছিল। বনকর্মীরা জানান, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ আছে এবং তাকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri: আস্ত ছাগল গিলে ফেলল এই প্রাণী! ক্ষমতা নেই নড়াচড়ার! চা বাগানে হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল