তখন পাইথনটি মুরগিকে ধরে খাচ্ছিল। ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা মাহিরুদ্দিন আলির মুরগির খাঁচায় ঢুকে পড়ে পাইথন। ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুরগিটিকে অবশ্য পাইথনের হাত থেকে রক্ষা করতে পারেনি বাড়ির সদস্যরা।
আরও পড়ুন: অগ্নিমূল্যের বাজার, তবু ৫ টাকায় পেট ভরে খাবার! দলে-দলে ছুটে যাচ্ছেন আমজনতা, কোথায়?
advertisement
আরও পড়ুন: তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর, আট জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি!
ঘটনাটি দেখার পরেই খবর দেওয়া হয় মূর্তি বিট অফিসে। এরপর বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। পাইথনটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, পাশেই রয়েছে গরুমারা জঙ্গল । যে কারণে জঙ্গল থেকে মাঝেমধ্যেই পাইথন-সহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে।
সুরজিৎ দে