বন্ধুবান্ধব না থাকায় পুজোর দিন আর এমনি দিনের মধ্যে কোনও পার্থক্য ছিল না ওদের। বিশেষভাবে সক্ষম হওয়ায় আর পাঁচ জনের মতো মন্ডপে মন্ডপে আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে হইহুল্লোর, জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারত না। এতদিন পুজোর দিনগুলোর আর পাঁচটা দিনের মতই কাটতো তাদের কাছে। তবে এই প্রথম বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের পুজোতে সামিল করতে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের।
advertisement
আরও পড়ুনঃ Durga Puja 2024: টেক্কা দেবে বড় শিল্পীদেরও! কিশোরের হাতে তৈরি দুর্গা প্রতিমা অবাক করবে আপনাকে
বিশ্ববিদ্যালয়ের সমদৃষ্টি ও অনুসন্ধান মণ্ডলের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে দুর্গাপূজা পরিক্রমা করার বিশেষ উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ঠাকুর দর্শন করার পর অত্যন্ত আনন্দিত হয়ে তারা বলেন তাদের দারুণলাগলএই পুজো দেখে।
পিয়া গুপ্তা