TRENDING:

Durga Puja Parikrama: বিশেষভাবে সক্ষমদের নিয়ে পুজো পরিক্রমা, অনন্য উদ্যোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

Last Updated:

Durga Puja Parikrama: বিশেষভাবে সক্ষম শিশুদের এই পুজোর দিনগুলি কাটত আর পাঁচটা দিনের মতন। এবার তাদের জন্যও নেওয়া হল বিশেষ উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: দুর্গা পুজোর আনন্দে মেতেছে আপামর বাংলা। সকাল থেকেই প্যান্ডে প্যান্ডেলে উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখা থেকে খাওয়া দাওয়া উৎসবে মজে আট থেকে আশি। কিন্তু বিশেষভাবে সক্ষম শিশুদের এই পুজোর দিনগুলি কাটত আর পাঁচটা দিনের মতন। এবার তাদের জন্যও নেওয়া হল বিশেষ উদ্যোগ।
advertisement

বন্ধুবান্ধব না থাকায় পুজোর দিন আর এমনি দিনের মধ্যে কোনও পার্থক্য ছিল না ওদের। বিশেষভাবে সক্ষম হওয়ায় আর পাঁচ জনের মতো মন্ডপে মন্ডপে আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে হইহুল্লোর, জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারত না। এতদিন পুজোর দিনগুলোর আর পাঁচটা দিনের মতই কাটতো তাদের কাছে। তবে এই প্রথম বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের পুজোতে সামিল করতে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের।

advertisement

আরও পড়ুনঃ Durga Puja 2024: টেক্কা দেবে বড় শিল্পীদেরও! কিশোরের হাতে তৈরি দুর্গা প্রতিমা অবাক করবে আপনাকে

বিশ্ববিদ্যালয়ের সমদৃষ্টি ও অনুসন্ধান মণ্ডলের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে দুর্গাপূজা পরিক্রমা করার বিশেষ উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ঠাকুর দর্শন করার পর অত্যন্ত আনন্দিত হয়ে তারা বলেন তাদের দারুণলাগলএই পুজো দেখে।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja Parikrama: বিশেষভাবে সক্ষমদের নিয়ে পুজো পরিক্রমা, অনন্য উদ্যোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল