এ পোকার আক্রমণের ফলে বেগুনের ফলন মারাত্নকভাবে কমে যেতে পারে। বেগুন গাছকে পোকার উৎপাত থেকে বাঁচাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এর জন্য ১. বেগুন চাষের সময় মানসম্পন্ন বীজ ব্যবহার করুন। ২. নিশ্চিত হয়ে নিন যে, বীজে যেন কোনওরোগ বা ক্ষতিকর কিছু না থাকে। ৩. দিনে অন্তত দু’বার ক্ষেত পরিদর্শন করুন। কারণ এটি খুব দ্রুত বদলে যেতে পারে। ৪. গাছের নিচের দিকের অপেক্ষাকৃত পুরোনো পাতাগুলো সরিয়ে ফেলুন। ৫. অর্ধ সেমি ছিদ্রযুক্ত এবং ৩ মিটার উঁচু জাল ব্যবহার করুন।
advertisement
আরও পড়ুন: শীতের পরেও মিলবে মটরশুঁটি! চাষ করুন হাজার প্রজাতির ঠান্ডার সবজি
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৬. এছাড়াও বেগুন গাছে পোকার আক্রমণ থেকে বাঁচতে ডাইথোনিয়াম ৪৫ , নিমোটো বা নিম স্প্রে, চাপান সার , এছাড়া চাষের সময় সোহাগা ব্যবহার করুন। ৭. তাছাড়া বেগুনের ফলন হলে বেগুন গাছে সাদা নাইলনের জাল ব্যবহার করুন। সাদা জাল ফসলের উপরে ছায়া দেয় না। এতে পাখিরাও বেগুন গাছের ফুল এবং কচি ফল নষ্ট করতে পারে না। এইভাবেই শীতকালেও পোকার আক্রমণ থেকে নিজের বেগুন গাছকে রক্ষা করুন।
পিয়া গুপ্তা