TRENDING:

Brinjal Plant: ধারেকাছে আসবে না পোকা, শীতেও বেগুন চাষে লাফিয়ে লাফিয়ে বাড়বে ফলন! শুধু করতে হবে ৭ কাজ

Last Updated:

এইভাবেই শীতকালেও পোকার আক্রমণ থেকে নিজের বেগুন গাছকে রক্ষা করুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: শীত হোক কিংবা গ্রীষ্ম সারাবছরই বেগুনের চাষ হয়। পুষ্টিকর এই বেগুন চাষ করে খুব সহজেই লাভবান হওয়া যায়। তবে বেগুন চাষ করতে গিয়ে কিছু পোকার আক্রমণে চাষিদের সমস্যায় পড়তে হয়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন কীভাবে করবেন এ ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, বেগুন চাষ করতে গিয়ে দেখা যায় বেগুনের পোকা ভিতরের অংশ খেয়ে থাকে এবং আক্রান্ত বেগুন মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। অন্যদিকে বাজারজাতকরণ সম্ভব হয় না।
advertisement

এ পোকার আক্রমণের ফলে বেগুনের ফলন মারাত্নকভাবে কমে যেতে পারে। বেগুন গাছকে পোকার উৎপাত থেকে বাঁচাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এর জন্য ১. বেগুন চাষের সময় মানসম্পন্ন বীজ ব্যবহার করুন। ২. নিশ্চিত হয়ে নিন যে, বীজে যেন কোনওরোগ বা ক্ষতিকর কিছু না থাকে। ৩. দিনে অন্তত দু’বার ক্ষেত পরিদর্শন করুন। কারণ এটি খুব দ্রুত বদলে যেতে পারে। ৪. গাছের নিচের দিকের অপেক্ষাকৃত পুরোনো পাতাগুলো সরিয়ে ফেলুন। ৫. অর্ধ সেমি ছিদ্রযুক্ত এবং ৩ মিটার উঁচু জাল ব্যবহার করুন।

advertisement

আরও পড়ুন: শীতের পরেও মিলবে মটরশুঁটি! চাষ করুন হাজার প্রজাতির ঠান্ডার সবজি

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

৬. এছাড়াও বেগুন গাছে পোকার আক্রমণ থেকে বাঁচতে ডাইথোনিয়াম ৪৫ , নিমোটো বা নিম স্প্রে, চাপান সার , এছাড়া চাষের সময় সোহাগা ব্যবহার করুন। ৭. তাছাড়া বেগুনের ফলন হলে বেগুন গাছে সাদা নাইলনের জাল ব্যবহার করুন। সাদা জাল ফসলের উপরে ছায়া দেয় না। এতে পাখিরাও বেগুন গাছের ফুল এবং কচি ফল নষ্ট করতে পারে না। এইভাবেই শীতকালেও পোকার আক্রমণ থেকে নিজের বেগুন গাছকে রক্ষা করুন।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Brinjal Plant: ধারেকাছে আসবে না পোকা, শীতেও বেগুন চাষে লাফিয়ে লাফিয়ে বাড়বে ফলন! শুধু করতে হবে ৭ কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল