TRENDING:

Elephant Death: গর্ভবতী হাতির রহস্যমৃত্যু! বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতর থেকে উদ্ধার নিথর দেহ, শুরু হয়েছে তদন্ত

Last Updated:

Elephant Death: নিয়মিত টহলদারির সময় সেনা কর্মীদের চোখে পড়ে ওই হৃদয়বিদারক দৃশ্য। মুহূর্তে বন দফতরে খবর পৌঁছে যায়। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিক ও পশু চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ সন্তানসম্ভবা হাতির মৃত্যু। পড়ে রয়েছে নিথর দেহ! এদিন জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতর মিলল এক গর্ভবতী হাতির মৃতদেহ। ইতিমধ্যেই হাতির রহস্যমৃত্যুতে তদন্ত শুরু হয়েছে।
হাতি | প্রতীকী ছবি
হাতি | প্রতীকী ছবি
advertisement

নিয়মিত টহলদারির সময় সেনা কর্মীদের চোখে পড়ে ওই হৃদয়বিদারক দৃশ্য। মুহূর্তে বন দফতরে খবর পৌঁছে যায়। খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিক ও পশু চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বনকর্তাদের অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুনঃ মশলাতেও ভেজাল! গ্রামের মহিলাদের আসল-নকল তফাৎ শেখাচ্ছে যুবরা, বিশেষ প্রকল্পে উপকৃত হচ্ছেন অনেকে

advertisement

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিন্নাগুড়ি ও সংলগ্ন এলাকায় হাতির দল প্রায়শয়ই ঘুরে বেড়াচ্ছিল। কেউ কেউ অনুমান করছেন, হয়তো সেনা ছাউনির ভিতরে ঢোকার সময় কোনওভাবে আহত হয়েছিল হাতিটি অথবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়াও মৃত্যুর কারণ হতে পারে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিনা টিকিটে লোকাল ট্রেনে যাত্রা মহিলার, ভয়ে ভাঙল পা! কী কাণ্ড দেখুন
আরও দেখুন

ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এই গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে, তা জানতে পশু চিকিৎসকের দল কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উত্তরবঙ্গের বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে হাতির মৃত্যু বেড়ে যাওয়ায় পরিবেশকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিন্নাগুড়ির এই ঘটনা সেই চিন্তাকে আরও গভীর করেছে। স্থানীয়রা বন দফতরের কাছে আবেদন জানিয়েছেন, এলাকায় হাতির চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Death: গর্ভবতী হাতির রহস্যমৃত্যু! বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতর থেকে উদ্ধার নিথর দেহ, শুরু হয়েছে তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল