আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলে গেলে দেখা যায় এই ছবি। ঋতু পরিবর্তন হচ্ছে কিন্তু স্কুলের সমস্যা সমাধান হচ্ছেনা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় অনেক স্কুলের পরিকাঠামোগত উন্নতি ঘটলেও এই স্কুলটি রয়েছে সেই তিমিরেই। সামনে গ্রীষ্মকাল তাপমাত্রা যখন ৪০° ডিগ্রি ছুঁয়ে নেবে। তখন পড়ুয়াদের কি হবে? ভেবেই অস্থির হয়ে উঠছেন শিক্ষকরা।
advertisement
আরও পড়ুন: ঠাকুরের মুকুট তৈরি করেই নিজের পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করেন এই যুবক
এবিষয়ে ডালিমপুর এস পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহারবিন্দু বর্মন জানান, “গত বছর ঝড়ে স্কুল ঘরের একাংশের টিন ক্ষতিগ্রস্থ হয়। পলিথিন লাগিয়ে ক্লাস চলছে। বর্ষায় জল পড়ে। বিষয়টি ফালাকাটা বিডিও এবং সংশ্লিষ্ট এলাকার অবর বিদ্যালয় পরিদর্শককেও জানানো হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, এই প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৬২ সালে। এই প্রত্যন্ত এলাকার কৃষিজীবী এলাকার ছেলেমেয়েরা মূলত এই বিদ্যালয়ে পড়াশোনা করে। প্রায় এক বছর ধরে এই অবস্থার মধ্যেই পড়াশুনা করছে খুদে পড়ুয়ারা। এদিকে স্কুলের এই পরিস্থিতির জন্য স্কুলে আসতে চায় না অধিকাংশ পড়ুয়া।
Annanya Dey