শৈলশহর দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড অর্থাৎ চৌরাস্তা। সারা বছর জুড়েই এই জায়গায় ভিড় জমায় প্রচুর পর্যটক। তাদের সুবিধার্থে চৌরাস্তায় মলরোডে পুলিশের টহল। সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শৈলশহর। পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান বিভিন্ন হোটেলগুলিতে।
আরও পড়ুন- কেমন মাটির সরা ব্যবহার করবেন! রইল সুস্বাদু পিঠে বানানোর গোপন চাবিকাঠি
advertisement
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় ব্যান করা হয়েছে বাংলাদেশী পর্যটকদের। পাশাপাশি বিভিন্ন হোটেল সংগঠনের পক্ষ থেকে বয়কট করা হয়েছে বাংলাদেশের পর্যটকদের। সেই সমস্ত বিষয় মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে চৌরাস্তার পাশাপাশি থাকা বিভিন্ন হোটেলে অভিযান চালায় মল আউটপোস্টের পুলিশ।
সারা বছর ধরেই পর্যটকদের নিরাপত্তায় পুলিশের এই টহলদারি চলে। বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধায় পর্যটকদের পাশে থাকতে দেখা গিয়েছে দার্জিলিং পুলিশকে। এই প্রসঙ্গে এক হোটেল কর্মচারী শৈলেন রায় বলেন, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে পুলিশের এই অভিযান হঠাৎ করে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়। কোনও বাংলাদেশী পর্যটক রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন- ফের শুট আউট! গুলিতে মৃত তৃণমূল নেতা! ‘এলাকা দখলের’ লড়াই ঘিরে চরম উত্তাপ মালদহে
পর্যটকদের নিরাপত্তায় হামেশাই পর্যটকদের পাশে থাকতে দেখা গিয়েছে দার্জিলিং পুলিশকে। প্রজাতন্ত্র দিবসের আগে ফের একবার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শৈলশহর। প্রতিনিয়ত পুলিশের এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।
সুজয় ঘোষ