সকাল থেকেই শিলিগুড়িতে জমায়েত বাড়ছিল ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের। প্রস্তুত ছিল পুলিশও। মিছিল শিলিগুড়ির তিনবাতি মোড়ে আসতেই আটকে দেয় পুলিশ। মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই সদস্যদের ধুন্ধুমার সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জল কামানের ব্যবহার করা হয়। লাঠিচার্জেরও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: নিলামে পাননি দল, ছাড়তে চেয়েছিলেন দেশ, সেই তিনিই এখন আইপিএল সেরা
জলকামান চলাকালীনও ব্যারিকেডের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ ডিওয়াইএফআই কর্মীরা। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন মিনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাম যুবনেত্রী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী আহত হন। রাস্তায় বসে চলে বিক্ষোভ। পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় বলেও অভিযোগ। আটক করা হয় মিনাক্ষী মুখোপাধ্যায়কে। গোটা ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে।