TRENDING:

গাঁছে উঠে উঁকি সন্দেহভাজন যুবকের! হাসিমারা বিমানঘাঁটিতে এবার বড়সড় সিদ্ধান্ত

Last Updated:

আঁটোসাঁটো নিরাপত্তা গোটা এলাকায়। চেকিং চলছে হাসিমারা বায়ুসেনা ছাউনি চত্বর-সহ তার আশপাশের এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আঁটোসাঁটো নিরাপত্তা গোটা এলাকায়। হাই ভোল্টেজ চেকিং চলছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত হাসিমারা বায়ুসেনা ছাউনি চত্বর-সহ তার আশপাশের এলাকায়। গতকাল রাত থেকে চব্বিশ ঘন্টার জন্য চেকিং পয়েন্ট খোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে হাসিমারা বায়ু সেনা ছাউনি এলাকায়।
advertisement

বায়ুসেনা ছাউনি এলাকা এবং তার পার্শ্ববর্তী কুড়ি থেকে ২৫ কিলোমিটার এলাকা বিশেষ নজরে রয়েছে প্রশাসনের। এই এলাকাগুলিতে জারি হয়েছে বিশেষ সতর্কতা। এলাকায় কোথাও স্নিফার ডগ দিয়ে আবার কোথাও সড়কে নাকা চেকিং করে চালানো হচ্ছে তল্লাশি।ব্যবহৃত হচ্ছে মেটাল ডিটেক্টর।

হাসিমারা বায়ু সোনার ছাউনির সামনে দিয়ে যে জাতীয় সড়ক চলে গিয়েছে তা অসম, অরুণাচল প্রদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। অসম সীমান্তে বেড়েছে চেকিং। হাসিমারা বায়ুসেনা ছাউনির একপাশে রয়েছে ভুটান সীমান্ত, অপর পাশে রয়েছে অসম সীমান্ত।ভুটান সীমান্তের পর চিন রয়েছে, এদিকে অসম সীমান্ত পেড়িয়ে গেলে বাংলাদেশ সীমান্ত। এই দুই দেশের সঙ্গে শত্রুদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন তা সকলের জানা।

advertisement

আরও পড়ুন- দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন? পৌঁছনোর আগে জানুন কেমন ঠান্ডা সেখানে, আবহাওয়ার বড় খবর

View More

এই এলাকার নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে। সড়ক থেকে শুরু করে সেতু সকল স্থানেই তল্লাশি চলছে বলে আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, এই হাসিমারা এলাকায় অতিরিক্ত পুলিশ কর্মীদেরও মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তায় কোনওপ্রকার ত্রুটি রাখতে চাইছে না জেলা পুলিশ প্রশাসনের কর্তারা।

advertisement

২৪ ঘন্টা জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে নাকা চেকিং চলবে বলে পুলিশ তরফে জানানো হয়। এছাড়া গাড়ির চালক, যাত্রীদের কাছে থাকা আধার কার্ড, ভোটার কার্ডের মতো জরুরি নথিও যাচাই করে দেখছে পুলিশ কর্মীরা।তার নম্বর লিখে রাখা হচ্ছে। বিশেষ করে ছোট গাড়িগুলির তল্লাশি বেশি করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গাঁছে উঠে উঁকি সন্দেহভাজন যুবকের! হাসিমারা বিমানঘাঁটিতে এবার বড়সড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল