সম্প্রতিকালে এই এলাকাগুলিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ভারি মাত্রায় পেট্রল,ডিজেল। ভুটান গেটেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাতে পুলিশ অভিযানে এসে অভিযুক্তদের বাড়িঘর খুঁজেও না পায় জ্বালানি তেল। তবে জ্বালানি তেলের গন্ধ পুলিশকর্মীদের জানান দেয় তার অবস্থানের বিষয়ে। এখনও পর্যন্ত পুলিশ অভিযানে নেমে উদ্ধার করেছে ১৩০০ লিটার ডিজেল ও ৩০০ লিটার পেট্রল। ছোট ড্রামে ভরে তেল মজুত করা হয়েছিল। প্রতিটি ড্রাম মিলেছে ঝোপঝাড় থেকে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: বৃষ্টি হলেই পাহাড় থেকে নামছে পাথরের চাঁই! হাড়হিম ঘটনায় আতঙ্কের প্রহর জয়গাঁবাসীর
ভুটানে এদেশের মতো পেট্রল ও ডিজেলের ওপর কোনো কর না থাকায়, এদেশের তুলনায় লিটার প্রতি প্রায় ২০ থেকে ৩০ টাকা কম দামে মেলে এই পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি তেল। ভারতে পেট্রোলের দাম ১০৬ টাকা। ভুটানে সেটির দাম ৮৫ টাকা। জয়গাঁ থানার আই সি পালজার ভুটিয়া ফোনে জানান,”এলাকাবাসীদের সতর্ক থাকার পরামর্শ আমরা দিচ্ছি। পেট্রল,ডিজেলের গন্ধ কোনও স্থান থেকে বেশি পরিমাণে বের হলে,খোঁজ দিতে হবে পুলিশে।” এই অবৈধ জ্বালানি তেল মজুত রাখার কারনে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে বলে দাবি পুলিশের। হটাৎ করে আগুন লেগে গেলে পুরো এলাকায় তা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
Annanya Dey