TRENDING:

Crime News: গোপনে বাড়িতে রমরমিয়ে চলত...পুলিশ হানা দিতেই হাতেনাতে যা ধরা পড়ল! গ্রেফতার ২

Last Updated:

Crime News: বাড়ির শোওয়ার ঘরে লুকানো মাদকের হদিশ। ক্রুড পাউডার থেকে কালিয়াচকে তৈরি হচ্ছিল ব্রাউন সুগার! প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ব্রাউন সুগার উদ্ধার মালদহের কালিয়াচকে। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের হারুচক গ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদক কারবারের চাঁই দুই ভাই আলিউল শেখ এবং রহমত শেখকে।  ধৃতদের বাড়িতেই ব্রাউন সুগার তৈরির কারবার চলত বলে জানতে পেরেছে পুলিশ।
advertisement

বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৩৮৮ গ্রাম ব্রাউন সুগার। এছাড়া আরও ২৯২ গ্রাম ব্রাউন সুগার  ক্রুড পাউডার। যা দিয়ে আরও ব্রাউন সুগার তৈরি করা হত। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তুলবে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে , উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা ।

advertisement

আরও পড়ুন-          বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

আরও পড়ুন-         টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

গোপন সূত্রে ব্রাউন সুগার কারবার সংক্রান্ত খবর পায় পুলিশ। এরপর তিন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে গঠন করা হয় বিশেষ দল। খবর অনুযায়ী নির্দিষ্ট ডেরায় অভিযান চালায় পুলিশ। প্রথমে তল্লাশিতে ব্রাউন সুগারের হদিশ পেতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। এরপর বাড়ির শোওয়ার ঘরে লুকানো ব্রাউন সুগার মেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ভাই বেশ কিছুদিন ধরে মাদক কারবারে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সকাল থেকেই ভক্তদের ঢল! রাজরাজেশ্বরী বেশে মা তারা, বিশেষ পুজো ও ভোগের আয়োজন
আরও দেখুন

এদের মধ্যে বড় ভাই আলিউল শেখ- এর বয়স মাত্র ২৪ বছর। ছোট ভাই রহমতের বয়স আরও  কম মাত্র ২১ বছর। এত অল্প বয়সেই দুই ভাই কীভাবে মাদক কারবারে হাত পাকালো ? তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতরা কোথা থেকে এত মাদক পেল এবং তৈরির পর ওই মাদক কোথায় পাঠানো হত, তা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। পাশাপাশি মাদক কারবারে লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জেরা করে মাদক কারবার সংক্রান্ত বেশ কিছু অজানা তথ্য জানা যেতে পারে বলে আশা পুলিশের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: গোপনে বাড়িতে রমরমিয়ে চলত...পুলিশ হানা দিতেই হাতেনাতে যা ধরা পড়ল! গ্রেফতার ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল