সামনে মুদি দোকান, পেছনে চোরাই সামগ্রীর কারখানা। চুরির জিনিসপত্র কম দামে কিনে এই কারখানায় তাকে আবার নতুন রূপ দেওয়া হতো। খড়িবাড়ির ভাল্লুকগাড়ায় এই চোরাই সামগ্রীর কারখানার হদিস মিলেছে। কারখানা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে খড়িবাড়ি জুড়ে কোথাও জলের মোটর, গ্যাস সিলিন্ডার, সাইকেল সহ নানান সামগ্রী চুরির ঘটনা ঘটছিল। সেইসব ঘটনায় অভিযোগও দায়ের হয় খড়িবাড়ির থানায়। অবশেষে তার সমাধান করল পুলিশ।
advertisement
এভাবে মুদিখানা দোকানের আড়ালে চুরির জিনিসপত্র কেনাবেচা ও তাকে নতুন রূপ দেওয়ার কারখানা চলছে তা প্রথমে কেউই ভাবতে পারেনি। এই কারবার চালানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাপ্পা মজুমদার। তিনি খড়িবাড়ির ভাল্লুকগাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: জল নিয়ে রাজনীতি! বামেদের পঞ্চায়েতে পানীয় জল পাচ্ছেন না তৃণমূল সমর্থকরা, ব্যাপক উত্তেজনা এলাকায়
পুলিশ সূত্রে খবর, মুদিখানা দোকানের আড়ালে চুরির সামগ্রী কিনতেন অভিযুক্ত বাপ্পা। এদিন তল্লাশি চালিয়ে ওই চোরাই মালের কারখানা থেকে উদ্ধার হয়েছে ৫৫টি গ্যাস সিলিন্ডার, ১১টি সাইকেল, ৭টি ফ্যান, ৬টি জলের মোটর, ২১টি মোবাইল, ৬টি মোটরসাইকেল সহ নানান সামগ্রী। খড়িবাড়ির নানান এলাকায় মাদকাসক্তরা যে চুরি করত তা কম দামে কিনে নিত অভিযুক্ত। এই কারবার করে সে ফুলেফেঁপে উঠেছিল বলেও জানা গিয়েছে।