জল নিয়ে রাজনীতি! বামেদের পঞ্চায়েতে পানীয় জল পাচ্ছেন না তৃণমূল সমর্থকরা, ব্যাপক উত্তেজনা এলাকায়
- Published by:Madhab Das
- local18
Last Updated:
সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পানীয় জল নিয়ে রাজনীতির অভিযোগ। অবাক লাগলেও এমনই ঘটনার অভিযোগ উঠল খোদ বাংলার বুকে।
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পানীয় জল নিয়ে রাজনীতির অভিযোগ। অবাক লাগলেও এমনই ঘটনার অভিযোগ উঠল খোদ বাংলার বুকে। অভিযোগ, তৃণমূল সমর্থকদের বাড়িতে পৌঁছচ্ছে না ট্যাঙ্কারের পানীয় জল। আর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা, ঘেরাও করা হয় পঞ্চায়েত প্রধানের অফিস। জানেন কোথায় ঘটল এমন ঘটনা?
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের সিপিএম শাসিত আমরাসত্তা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ। সেই পঞ্চায়েত এলাকায় জল সংকট। দামোদরের ওপর পিএইচই’র কালাঝরিয়া জল প্রকল্পের পাইপ লাইন ভেঙে পড়ার পর ওই পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে জল সংকট। বিকল্প হিসাবে পিএইচই ট্যাঙ্কারে করে জল সরবরাহ করছে এলাকায়। এই পরিস্থিতিতে শুধু সিপিএম সমর্থকদের বাড়িতেই দেওয়া হচ্ছে ট্যাঙ্কারের পানীয় জল। পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূল সমর্থক ও তাঁদের পরিবারকে। পরিষেবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের অফিস ঘেরাও করেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক যীশু দত্ত জানিয়েছেন, “ট্যাঙ্কারে যে পানীয় জল আসছে সেই পানীয় জল কেবলমাত্র গুটিকয়েক সিপিএম সমর্থকদের দেওয়ার জন্য তাদের বাড়ির কাছে ট্যাঙ্কার দাঁড় করানো হচ্ছে। আমাদের কাছে খবর এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর এরই ফলে যারা এলাকার তৃণমূল সমর্থক ও তাদের পরিবার, সবাই এমন সংকটজনক পরিস্থিতিতে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।”
advertisement
আরও পড়ুন: জল আর জল, জনজীবন স্তব্ধ! এরই মাঝে ঘাটালের অন্য ছবি, রোজগারের নতুন দিশা খুঁজে পেলেন বাসিন্দারা
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আমরাসত্তা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম জানিয়েছেন, তারা কোনদিনও পক্ষপাতিত্ব করেন না। তারা সবাইকে সমান চোখে দেখেন। ট্যাঙ্কারটি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় জল দেওয়ার কাজ করবে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 9:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল নিয়ে রাজনীতি! বামেদের পঞ্চায়েতে পানীয় জল পাচ্ছেন না তৃণমূল সমর্থকরা, ব্যাপক উত্তেজনা এলাকায়