জল আর জল, জনজীবন স্তব্ধ! এরই মাঝে ঘাটালের অন্য ছবি, রোজগারের নতুন দিশা খুঁজে পেলেন বাসিন্দারা

Last Updated:
ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি একদিকে মানুষকে উদ্বেগে ফেলছে, অন্যদিকে এই ভরা বন্যা আবার কারও কাছে হয়ে উঠেছে বাড়তি রোজগারের সুযোগ।
1/6
ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি একদিকে মানুষকে উদ্বেগে ফেলছে, অন্যদিকে এই ভরা বন্যা আবার কারও কাছে হয়ে উঠেছে বাড়তি রোজগারের সুযোগ। কারও জন্য পৌষ মাসের আনন্দ, তো কারও জন্য সর্বনাশের বোঝা। আশেপাশের গ্রামগুলিতে নদীর জল উপচে প্লাবিত এলাকাগুলিতে দেখা যাচ্ছে এক অদ্ভুত ছবি—কেউ উদ্বেগে ভুগছেন, আবার কেউ মাছ ধরায় ব্যস্ত। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি একদিকে মানুষকে উদ্বেগে ফেলছে, অন্যদিকে এই ভরা বন্যা আবার কারও কাছে হয়ে উঠেছে বাড়তি রোজগারের সুযোগ। কারও জন্য পৌষ মাসের আনন্দ, তো কারও জন্য সর্বনাশের বোঝা। আশেপাশের গ্রামগুলিতে নদীর জল উপচে প্লাবিত এলাকাগুলিতে দেখা যাচ্ছে এক অদ্ভুত ছবি—কেউ উদ্বেগে ভুগছেন, আবার কেউ মাছ ধরায় ব্যস্ত। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
advertisement
2/6
পুজো আসন্ন, অথচ তার আগেই বন্যার প্রকোপ ঘাটালের মানুষকে ফেলে দিয়েছে গভীর দুশ্চিন্তায়। নদী-খালের জল বাড়তে থাকায় গ্রামাঞ্চলের মাঠ-ঘাট ডুবে যাচ্ছে জলে। পুজোর সময় জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ার ভয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয়দের। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
পুজো আসন্ন, অথচ তার আগেই বন্যার প্রকোপ ঘাটালের মানুষকে ফেলে দিয়েছে গভীর দুশ্চিন্তায়। নদী-খালের জল বাড়তে থাকায় গ্রামাঞ্চলের মাঠ-ঘাট ডুবে যাচ্ছে জলে। পুজোর সময় জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ার ভয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয়দের। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
তবে এই বন্যার মাঝেই অন্য এক রঙিন ছবি ধরা পড়েছে মনশুকা এলাকায়। ঝুমি নদীর জল বেড়ে চারদিক প্লাবিত হওয়ার পর জল কমতেই মাছ ধরার হিড়িক পড়ে গেছে। রকমারি জাল নিয়ে দলে দলে মানুষ নেমে পড়েছেন বন্যার জলে। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জলে দাঁড়িয়ে চলছে মাছ ধরার ব্যস্ততা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
তবে এই বন্যার মাঝেই অন্য এক রঙিন ছবি ধরা পড়েছে মনশুকা এলাকায়। ঝুমি নদীর জল বেড়ে চারদিক প্লাবিত হওয়ার পর জল কমতেই মাছ ধরার হিড়িক পড়ে গেছে। রকমারি জাল নিয়ে দলে দলে মানুষ নেমে পড়েছেন বন্যার জলে। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জলে দাঁড়িয়ে চলছে মাছ ধরার ব্যস্ততা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
এলাকার মাছপ্রেমীরা কেউ বাদ দিচ্ছেন না এই সুযোগ। অনেকেই বলছেন, বছরের এই সময় বন্যার জলে নানা ধরনের মাছ ভেসে আসে। ফলে স্থানীয়দের কাছে এটি এক ধরনের উৎসবের মত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই থাকছে মাছ ধরতে নামা মানুষজনের। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
এলাকার মাছপ্রেমীরা কেউ বাদ দিচ্ছেন না এই সুযোগ। অনেকেই বলছেন, বছরের এই সময় বন্যার জলে নানা ধরনের মাছ ভেসে আসে। ফলে স্থানীয়দের কাছে এটি এক ধরনের উৎসবের মত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই থাকছে মাছ ধরতে নামা মানুষজনের। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
advertisement
5/6
গ্রামের মানুষজন জানাচ্ছেন, জালে ছোট থেকে বড় সব ধরনের মাছই ধরা পড়ছে। কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন নিজেদের খাওয়ার জন্য, আবার কেউ নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। অল্প দামে বিক্রি হচ্ছে মাছ, আর সেই মাছ কিনতে ভিড় জমাচ্ছেন আশেপাশের মানুষজন। ফলে এক ধরনের ক্ষুদ্র বাজারও তৈরি হয়েছে গ্রামে। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
গ্রামের মানুষজন জানাচ্ছেন, জালে ছোট থেকে বড় সব ধরনের মাছই ধরা পড়ছে। কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন নিজেদের খাওয়ার জন্য, আবার কেউ নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। অল্প দামে বিক্রি হচ্ছে মাছ, আর সেই মাছ কিনতে ভিড় জমাচ্ছেন আশেপাশের মানুষজন। ফলে এক ধরনের ক্ষুদ্র বাজারও তৈরি হয়েছে গ্রামে। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
advertisement
6/6
মনশুকা গ্রামের বাসিন্দা শুকদেব দলুই জানান—এই বন্যা তাদের জন্য একদিকে ভোগান্তি, কিন্তু অন্যদিকে মাছ ধরার সুযোগও এনে দিয়েছে। “ছোট থেকে বড় মাছ পড়ছে জালে, কেউ বাড়িতে নিচ্ছে তো কেউ বিক্রি করছে। আবার মাছ কিনতেও মানুষ ভিড় করছেন।”—তিনি বলেন। এমন ছবিই এখন ঘাটালের বিভিন্ন বন্যাগ্রস্ত এলাকায়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
মনশুকা গ্রামের বাসিন্দা শুকদেব দলুই জানান—এই বন্যা তাদের জন্য একদিকে ভোগান্তি, কিন্তু অন্যদিকে মাছ ধরার সুযোগও এনে দিয়েছে। “ছোট থেকে বড় মাছ পড়ছে জালে, কেউ বাড়িতে নিচ্ছে তো কেউ বিক্রি করছে। আবার মাছ কিনতেও মানুষ ভিড় করছেন।”—তিনি বলেন। এমন ছবিই এখন ঘাটালের বিভিন্ন বন্যাগ্রস্ত এলাকায়। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement