জল আর জল, জনজীবন স্তব্ধ! এরই মাঝে ঘাটালের অন্য ছবি, রোজগারের নতুন দিশা খুঁজে পেলেন বাসিন্দারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি একদিকে মানুষকে উদ্বেগে ফেলছে, অন্যদিকে এই ভরা বন্যা আবার কারও কাছে হয়ে উঠেছে বাড়তি রোজগারের সুযোগ।
ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি একদিকে মানুষকে উদ্বেগে ফেলছে, অন্যদিকে এই ভরা বন্যা আবার কারও কাছে হয়ে উঠেছে বাড়তি রোজগারের সুযোগ। কারও জন্য পৌষ মাসের আনন্দ, তো কারও জন্য সর্বনাশের বোঝা। আশেপাশের গ্রামগুলিতে নদীর জল উপচে প্লাবিত এলাকাগুলিতে দেখা যাচ্ছে এক অদ্ভুত ছবি—কেউ উদ্বেগে ভুগছেন, আবার কেউ মাছ ধরায় ব্যস্ত। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement
advertisement
গ্রামের মানুষজন জানাচ্ছেন, জালে ছোট থেকে বড় সব ধরনের মাছই ধরা পড়ছে। কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন নিজেদের খাওয়ার জন্য, আবার কেউ নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। অল্প দামে বিক্রি হচ্ছে মাছ, আর সেই মাছ কিনতে ভিড় জমাচ্ছেন আশেপাশের মানুষজন। ফলে এক ধরনের ক্ষুদ্র বাজারও তৈরি হয়েছে গ্রামে। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
advertisement
মনশুকা গ্রামের বাসিন্দা শুকদেব দলুই জানান—এই বন্যা তাদের জন্য একদিকে ভোগান্তি, কিন্তু অন্যদিকে মাছ ধরার সুযোগও এনে দিয়েছে। “ছোট থেকে বড় মাছ পড়ছে জালে, কেউ বাড়িতে নিচ্ছে তো কেউ বিক্রি করছে। আবার মাছ কিনতেও মানুষ ভিড় করছেন।”—তিনি বলেন। এমন ছবিই এখন ঘাটালের বিভিন্ন বন্যাগ্রস্ত এলাকায়। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )