এই প্রসঙ্গে বিশ্বজিৎ বাবু বলেন, বেশির ভাগ মানুষ এই সাপটিকে দাঁড়াস বলে ভুল করবেন, তবে জল দাঁড়াস সাপের থেকে এই সাপের একটিই পার্থক্য হল এই সাপের জিভ লাল রঙের। তবে যে কোনও সাপ দংশন করলেই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করা উচিত সবারই কারণ এই ওয়ালস ক্রেইট প্রজাতির সাপের দংশনের কিছু সময় পর থেকেই মানুষের শরীরে নানান উপসর্গ দেখা দিতে শুরু করে।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: ‘বর’ মানে কী শুধুই স্বামী অথবা ভুতের রাজার ‘তিন বর’! জেনে নিন এই শব্দের আরও নয়টি মানে! খুব সহজ
আপাতত এই সাপের ভয়ে আতঙ্কে রয়েছেন গোটা এলাকার মানুষ। সাধারণত আমরা যে সব সাপ দেখি তাদের বেশির ভাগের বিষ থাকে না। কিন্তু এই সিন্ধু কালাচ বেশ অন্য রকমের সাপ। এই সাপের কামড়ে বড় বিপদ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিষে ভরা থাকে এই সাপ। আপাতত সাপটিকে বন দফতরের কর্মীরা ধরে নিয়ে গিয়েছেন। জঙ্গলেই থাকে এই সাপ। তবে লোকালয়ে বেরিয়ে আসায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে!
সুরজিৎ দে