তবে এই কাঁটা গাছ সংগ্রহের সঙ্গে যুক্ত রয়েছে উত্তরবঙ্গের আদি লোকাচার। সমাজতত্ত্ববিদদের মতে ভারত দেশে রয়েছে হাজারের বেশি জনগোষ্ঠী, যার একটিঅংশ রয়েছে উত্তরবঙ্গে, আর এই জনগোষ্ঠী গুলোর মধ্যে অন্যতম রাজবংশী জনগোষ্ঠী। আর এই রাজবংশী সম্প্রদায়ের কয়েকটি লোকাচার যেমন তিস্তা বুড়ির গান, দধি কাদো খেলা, সেই লোকাচারের আরেকটি হলএই দুয়ারে কাঁটা ঝুলিয়ে রাখা।
advertisement
আরও পড়ুন- KKR Team News: KKR vs LSG ম্যাচের আগেই বড়সড় ভোলবদল! ১৮০ ডিগ্রি বদলে গেল সুনীল নারিনের দায়িত্ব
এই আদি লোকাচার প্রসঙ্গে চাওলা ভিটা গ্রামের বাসিন্দা ভূপেন রায় জানান, ‘‘বছরের প্রথম দিন থেকেই এই কাঁটা যুক্ত ডালপালা বাড়ির সদর দুয়ারে ঝুলিয়ে রাখা হয়, কারণ পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে আসছি, এই ময়না কাটা, বাঘা চুরা, বৃষ্টিবধ, নামে গাছের ডালপালা সদর দুয়ারে ঝুলিয়ে রাখলে নতুন বছরে ঘরে কোনও বিপদ আপদ, শত্রু, এবং অমঙ্গল হতে পারবে না ।’’
তবে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে শুধু যে প্রবীনরাই আজও এই লোকাচার পালন করে আসছে সেটি নয়, নতুন প্রজন্মের কাছে আজও এই লোকাচার যে যথেষ্ট প্রভাব ফেলে তার পরিচয় পাওয়া যায় সদ্য যুবকদেবাশিসরায়ের কথাতেই, অন্যান্য দের মত সকালে কাঁটা সংগ্রহ করেছে নিজের বাড়ির অমঙ্গল ঠেকাতে। এই লোকাচার যা আজওযথাযথ ভাবে পালন করে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন।
Surajit Dey