TRENDING:

Narendra Modi: মমতা ফেরার পরই উত্তরবঙ্গে মোদি! সিকিম সফরের পথে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী

Last Updated:

Narendra Modi: উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: মে মাসেই উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার জনসভা করে ওইদিনই সিকিম যাবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সিকিম রাজ্যের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
মমতা ফেরার পরই উত্তরবঙ্গে মোদি! সিকিম সফরের পথে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী
মমতা ফেরার পরই উত্তরবঙ্গে মোদি! সিকিম সফরের পথে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী
advertisement

এই সফর নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের দফতর থেকে এই সফরের তথ্য প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: ATM-এ টাকা তুলে ‘Cancel’ বাটন দু’বার চাপলেই কী হয় জানেন? সত‍্যিই কি এতে আটকানো যায় চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

advertisement

সাম্প্রতিক সময়ে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ অপারেশন সিঁদুরের মাঝেই অরুণাচল নিয়ে চিনের বিবৃতিকে ভাল চোখে দেখেনি ভারতীয় বিদেশ মন্ত্রক। এই বিষয়ে কড়া বিবৃতি দেওয়া হয়েছিল। কারণ অরুণাচল প্রদেশের কয়েকটা জায়গার নাম বদলে দিয়েছিল চিন। এই বিষয়ে ভারতের তরফ থেকে অভিযোগ জানানো হয়। বিবৃতি দিয়ে জানানো হয়, অরুণাচল ভারতের অংশ। এই অবস্থায় কিভাবে অরুণাচল এই কথা বলতে পারে না।

advertisement

আরও পড়ুন: ট‍্যাঙ্কির ঢাকনা খুলে দেখতেই হাড়হিম! গিজগিজ করছে ৭০ টিরও বেশি…আরাম আয়েশে সংসার পেতেছে কারা? ভাইরাল ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
কোনও মনীষী নয়, এক সাধারণ চাওয়ালার নামে বিখ্যাত পটাশপুরের এই মোড়!
আরও দেখুন

অপারেশন সিঁদুরের পালটা ভারতের মাটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। সূত্রের খবর, সেই হামলায় পাকিস্তানকে সবদিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল চিন। অস্ত্রের পাশাপাশি পাকিস্তানকে প্রযুক্তিগত সাহায্যও করে লালফৌজ। তাছাড়া, সীমান্তে চিনা আগ্রাসনও নিরাপত্তার দিক থেকে ভারতের কাছে অন্যতম মাথাব্যথা। এহেন ডামাডোলের মাঝেই চিন সীমান্তবর্তী সিকিম সফরে গিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের ও আন্তর্জাতিক মহলের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Narendra Modi: মমতা ফেরার পরই উত্তরবঙ্গে মোদি! সিকিম সফরের পথে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল