এই সফর নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের দফতর থেকে এই সফরের তথ্য প্রকাশ্যে এসেছে।
advertisement
সাম্প্রতিক সময়ে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ অপারেশন সিঁদুরের মাঝেই অরুণাচল নিয়ে চিনের বিবৃতিকে ভাল চোখে দেখেনি ভারতীয় বিদেশ মন্ত্রক। এই বিষয়ে কড়া বিবৃতি দেওয়া হয়েছিল। কারণ অরুণাচল প্রদেশের কয়েকটা জায়গার নাম বদলে দিয়েছিল চিন। এই বিষয়ে ভারতের তরফ থেকে অভিযোগ জানানো হয়। বিবৃতি দিয়ে জানানো হয়, অরুণাচল ভারতের অংশ। এই অবস্থায় কিভাবে অরুণাচল এই কথা বলতে পারে না।
অপারেশন সিঁদুরের পালটা ভারতের মাটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। সূত্রের খবর, সেই হামলায় পাকিস্তানকে সবদিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল চিন। অস্ত্রের পাশাপাশি পাকিস্তানকে প্রযুক্তিগত সাহায্যও করে লালফৌজ। তাছাড়া, সীমান্তে চিনা আগ্রাসনও নিরাপত্তার দিক থেকে ভারতের কাছে অন্যতম মাথাব্যথা। এহেন ডামাডোলের মাঝেই চিন সীমান্তবর্তী সিকিম সফরে গিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের ও আন্তর্জাতিক মহলের।
