জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় মানুষজন।
advertisement
দিনহাটা উৎসবে অসুস্থ হলেন প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর, ভর্তি কোচবিহারের হাসপাতালে
আজকের দিনে সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মোনালি ঠাকুর। তিনি মঞ্চে উপস্থিত থেকে তাঁর সুরেলা গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। তবে অনুষ্ঠান শেষে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন মোনালি। তড়িঘড়ি তাঁকে দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- পাখি তো শুনতে পায়, কিন্তু ‘কান’ দেখেছেন কখনও…? বলুন তো, কোথায় থাকে ‘পাখির কান’?
আরও পড়ুন- ভারতে এখনও পর্যন্ত কত জন নারীকে ‘মৃত্যুদণ্ড’ দেওয়া হয়েছে? জানলে শিউরে উঠবেন…!
বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।