হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি বাড়িতে বসানো হয়েছে গ্যাস মিটার বক্স। পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে পৌঁছে যাচ্ছে গ্যাস। আর তাতেই খুশির হাওয়া সাহেববাড়ি সহ আশপাশের এলাকায়। অনেকে বলছেন, “এতদিন সিলিন্ডার ভর্তি করতে দেরি হত, এখন ২৪ ঘণ্টা গ্যাস পাব বলে নিশ্চিন্ত।”
আরও পড়ুন: ডিমের দাম কমাতে হাতিয়ার মহিলারা! সাংঘাতিক প্ল্যান সরকারের, সব দিক দিয়েই শুধু লাভ আর লাভ
advertisement
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সরবরাহের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও রাখা হয়েছে বিশেষ নজর। এই পরিষেবা চালু হওয়ার ফলে শহর থেকে গ্রাম—সব জায়গার মানুষই আরও সুলভ, নিরাপদ এবং ঝামেলাহীন গ্যাস পরিষেবা উপভোগ করতে পারবেন। এর আগে কলকাতার কিছু অংশে এই পরিষেবা চালু হলেও, উত্তরবঙ্গের মধ্যে প্রথম জলপাইগুড়িতে এর সূচনা হল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের এক আধিকারিক বলেন, “এই প্রকল্প শুধু আধুনিকতার ছোঁয়া নয়, গ্রামের মানুষের জীবনধারার উন্নতিও বয়ে আনবে।” একইসঙ্গে স্থানীয়রা আশা করছেন, আগামী দিনে জেলার আরও অনেক এলাকাতেও এই পরিষেবা দ্রুত সম্প্রসারিত হবে। অত্যাধুনিক এই গ্যাস পরিষেবা পৌঁছতে শুরু করেছে জেলার প্রান্তিক মানুষদের ঘরেও—যা কেবল সুবিধেই নয়, উন্নয়নের অন্যতম এক বাস্তব রূপ।
সুরজিৎ দে





