প্রতি বছর লক্ষ্য করা যায় বর্ষার সময় জলযন্ত্রণার চিত্র উঠে আসে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট ব্লক সহ বিভিন্ন এলাকা থেকে। এ বছর এখনও অবধি তেমন বৃষ্টি না হলেও গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলযন্ত্রণায় ভুগতে হয়েছে এলাকার বাসিন্দাদের।যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মাদারিহাট ও টোটোপাড়ার মাঝে।আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় সড়কে জল প্রায় এক হাঁটু জল দাড়িয়েছে হাসিমারা চৌপথি সড়কে। অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে হাসিমারা এলাকায় অল্প বৃষ্টি হলেই সড়কে এক হাঁটু সমান জল দাড়িয়ে পড়ে। অনেক বাসিন্দার ঘরে জল প্রবেশ করে। হাসিমারা চৌপথি থেকে সাঁতালি চা বাগান অবদি সড়ক বন্ধ হয়ে যায়। ভোলা নালার জল কালভার্টের উপর দিয়ে বইতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: জলপাইগুড়িতে থাবা জাপানি এনকেফালাইটিসের! আক্রান্ত দুইজনের মধ্যে মৃত্যু একজনের!
অপরদিকে মাদারিহাটে প্রতিবছর বর্ষায় জলযন্ত্রণা সমস্যা উঠে আসে। বিশেষ করে মাদারিহাট থেকে টোটোপাড়া গামী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। কারণ, মাদারিহাট থেকে টোটোপাড়া যেতে হলে তিনটি খরস্রোতা নদী পেরিয়ে যেতে হয়। আর এই এলাকায় একটু বৃষ্টি হলে এবং বিশেষ করে ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই এই নদী গুলিতে হড়পা বান হয়ে থাকে। তখন পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কের দু’ধারে আটকে থাকেন বহু মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের, কখন জল কমবে, কখন যোগাযোগ স্বাভাবিক হবে এই ভেবে।
আরও পড়ুন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও মৌসুমি অক্ষরেখা! দুর্যোগ কাটেনি, বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?
ভুটান পাহাড় থেকে প্রচুর নদী নেমে এসেছে আর এই নদীগুলি ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলা হয়ে প্রবাহিত হয়েছে। তবে মাদারিহাট টোটোপাড়ার যোগাযোগ ব্যবস্থা বরাবরের মতই বেহাল। এই বিষয়ে সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, “আমি বিধায়ক থাকাকালীন বিধানসভায় এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। কেন্দ্রে বিষয়টি তুলে ধরব। বাঙড়ি নদীর উপর ব্রিজ হলে সমস্যা সমাধান হবে।”