TRENDING:

Siliguri: Phuchka: ম্লান মোমো, চাউমিন! শীত পিছু হটতেই ভিড় ফুচকাকাকুর পাশে

Last Updated:

Siliguri: Phuchka: সকলের আবদার মেটাতে 'ফুচকাকাকু' চটজলদি বানিয়ে ফেলছেন বিভিন্ন চাট, ফুচকা, মিশালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: টক, ঝাল, মিষ্টি স্বাদের জলভরা সেই স্বর্গ। আহা, শুনেই কেমন জিভে জল আসছে, না? আসবে নাই বা কেন, ফুচকা তো সবার প্রিয়। গরমকাল পড়তে না পড়তেই ফুচকার দোকানে ভিড় লক্ষ করা যাচ্ছে। এই ভিড় পড়ুয়াদের। এই ভিড় আট থেকে আশি সকলের। এদিকে সকলের আবদার মেটাতে 'ফুচকাকাকু' চটজলদি বানিয়ে ফেলছেন বিভিন্ন চাট, ফুচকা, মিশালি।
advertisement

সূর্যনগর মাঠ হোক কিংবা শিলিগুড়ির বিখ্যাত আড্ডাস্থল বাঘাযতীন পার্ক। সব জায়গাতেই দেখা মিলছে ফুচকার ঠেলা। সেখানে 'ফুচকাকাকু'-কে ঘিরে চলছে বিভিন্ন আবদার। 'আরও একটু ঝাল কাকু!', 'মিষ্টি চাটনি দাও', 'মিশাল বানিয়ে দাও', 'বেশি করে আলু দাও', এসব যেন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেই 'ফুচকাকাকুর'। একই ছবি ধরা পড়ল শিলিগুড়ির অদূরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে রবীন্দ্র ভানু মঞ্চের পাশে যেন একগুচ্ছ হাসিমুখ। সারাদিনের পড়াশোনা, প্রজেক্টের চাপ, পরীক্ষার টেনশন, সব দূর করবে যেন ওই সুস্বাদু টকজল ভরা ফুচকা।

advertisement

আরও পড়ুন : লস্যি জুড়ে কাজু-আমন্ড আর ছোট এলাচের গুঁড়ো, দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি এই প্রাচীন দোকানে

এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেই ফুচকাকাকু বলেন, "এখানে বরাবরই গরমকালে ভিড় বাড়ত। তবে মাঝে করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিক্রির সংখ্যা নেমে যায়। এখন সব খুলে গিয়েছে। তাই বিক্রিও দেদার। এখন তো সবে গরম পড়া শুরু করেছে। এরপর ভিড় আরও বাড়বে।"

advertisement

আরও পড়ুন : প্রিয়জনকে হারিয়ে বিধ্বস্ত শিল্পা, লিখলেন আবেগঘন পোস্ট

আরও পড়ুন : সাধারণ পোশাকে, মেকআপহীন চেহারায় মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছেন হরভজনপত্নী গীতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

কী কী ধরণের ফুচকা পাওয়া যায়? জিজ্ঞেস করতেই তাঁর উত্তর, "সাধারণ টক জল দেওয়া ফুচকা থেকে শুরু করে দই ফুচকা, চাট, মিশালি, মিষ্টি ফুচকা পাওয়া যায়। এর মধ্যেই কেউ চাইলে ঝাল বা মিষ্টি দিয়ে দিই।" বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা সাহানা চক্রবর্তীর কথায়, "ফুচকা অত্যন্ত কম সময়ে এবং কম খরচে খাওয়ার এক জিনিস। একটু পরিষ্কার পরিবেশ থাকলেই অনেকে এই সুস্বাদ্য স্ন্যাকস বেছে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে টাকাও সাশ্রয় হয়। এদিকে স্বাদের সঙ্গে নো কমপ্রোমাইজ (no compromise)।"

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: Phuchka: ম্লান মোমো, চাউমিন! শীত পিছু হটতেই ভিড় ফুচকাকাকুর পাশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল