মুম্বই : পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন শিল্পা শেট্টী কুন্দ্রা৷ বৃহস্পতিবার তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে৷ তাঁর প্রিয় পোষ্য প্রিন্সেস শেট্টী কুন্দ্রার স্মৃতির উদ্দেশে৷ প্রিন্সেস তাঁর আদরের পোষ্য সারমেয়৷ (Shilpa Shetty on losing her pet dog Princess )ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন৷
যেখানে প্রিন্সেসের সঙ্গে কাটানো মুহূর্তগুলি আবার যেন জীবন্ত হয়ে উঠেছে৷ ৩৫ সেকেন্ডের ওই ভিডিও আর্দ্র করেছে নেটিজেনদের মনও৷
ক্যাপশনে শিল্পা লিখেছেন ‘‘আমার প্রথম সন্তান...আমার প্রিন্সেস শেট্টী কুন্দ্রা রামধনু সেতু পেরিয়ে পাড়ি দিয়েছে৷’’ সঙ্গে দিয়েছেন ভগ্ন হৃদয় এবং রামধনুর ইমোজি৷
আরও পড়ুন : শ্রীদেবীকন্যার রৌদ্রস্নাত লাস্যময়ী ভঙ্গিমায় উচ্ছ্বসিত অনুরাগীরা, দেখুন ছবি
তাঁর সংযোজন, ‘‘আমাদের জীবনে এসে গত ১২ বছর ধরে সেরা মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ৷ আমার হৃদয়ের এটা অংশ তুমি সঙ্গে করে নিয়ে গিয়েছ...তোমার শূন্যতা কোনও কিছুই পূর্ণ করতে পারবে না৷ মা, বাবা, বিয়ান-রাজ এবং শমিশা তোমাকে মিস করবে৷ শান্তিতে থাকো, আমার প্রিয় প্রিন্সি৷’’
View this post on Instagram
আরও পড়ুন : সদ্য পূর্ণ করলেন ৭৫ বছর বয়স, পরিবারের বাকিদের সঙ্গে রণধীর কপূরের আনন্দ-মুহূর্তের ছবি দেখুন
আরও পড়ুন : নামমাত্র প্রসাধনীতেও ওষ্ঠ ভঙ্গিমায় আবেদনময়ী হয়ে উঠতে জানেন নোরা ফতেহি
ইনস্টাগ্রামে শিল্পা পোস্ট করা মাত্র তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা মন্তব্য করেছেন৷ জানিয়েছেন সমবেদনা৷ ফরাহ খান কুন্দর তাকে সমবেদনা জানিয়েছেন৷ ভূমি পেডনেকর দিয়েছেন হৃদয়ের ইমোজি৷ শমিতা শেট্টী লিখেছেন, ‘‘শান্তিতে থাকো আমাদের ছোট্ট প্রিন্সেস৷’’ লেখার সঙ্গে দিয়েছেন ভগ্ন হৃদয়ের ইমোজি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shilpa Shetty