Shilpa Shetty on losing her loved one : প্রিয়জনকে হারিয়ে বিধ্বস্ত শিল্পা, লিখলেন আবেগঘন পোস্ট

Last Updated:

Shilpa Shetty : ক্যাপশনে শিল্পা লিখেছেন ‘‘আমার প্রথম সন্তান...আমার প্রিন্সেস শেট্টী কুন্দ্রা রামধনু সেতু পেরিয়ে পাড়ি দিয়েছে৷’’

শিল্পা শেট্টি একজন বিজনেস ওম্যান। ৮টি সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। তার মধ্যে একটি সংস্থা হল মামা আর্থ।
শিল্পা শেট্টি একজন বিজনেস ওম্যান। ৮টি সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। তার মধ্যে একটি সংস্থা হল মামা আর্থ।
মুম্বই : পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন শিল্পা শেট্টী কুন্দ্রা৷ বৃহস্পতিবার তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে৷ তাঁর প্রিয় পোষ্য প্রিন্সেস শেট্টী কুন্দ্রার স্মৃতির উদ্দেশে৷ প্রিন্সেস তাঁর আদরের পোষ্য সারমেয়৷ (Shilpa Shetty on losing her pet dog Princess )ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন৷
যেখানে প্রিন্সেসের সঙ্গে কাটানো মুহূর্তগুলি আবার যেন জীবন্ত হয়ে উঠেছে৷ ৩৫ সেকেন্ডের ওই ভিডিও আর্দ্র করেছে নেটিজেনদের মনও৷
ক্যাপশনে শিল্পা লিখেছেন ‘‘আমার প্রথম সন্তান...আমার প্রিন্সেস শেট্টী কুন্দ্রা রামধনু সেতু পেরিয়ে পাড়ি দিয়েছে৷’’ সঙ্গে দিয়েছেন ভগ্ন হৃদয় এবং রামধনুর ইমোজি৷
advertisement
আরও পড়ুন : শ্রীদেবীকন্যার রৌদ্রস্নাত লাস্যময়ী ভঙ্গিমায় উচ্ছ্বসিত অনুরাগীরা, দেখুন ছবি
তাঁর সংযোজন, ‘‘আমাদের জীবনে এসে গত ১২ বছর ধরে সেরা মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ৷ আমার হৃদয়ের এটা অংশ তুমি সঙ্গে করে নিয়ে গিয়েছ...তোমার শূন্যতা কোনও কিছুই পূর্ণ করতে পারবে না৷ মা, বাবা, বিয়ান-রাজ এবং শমিশা তোমাকে মিস করবে৷ শান্তিতে থাকো, আমার প্রিয় প্রিন্সি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : নামমাত্র প্রসাধনীতেও ওষ্ঠ ভঙ্গিমায় আবেদনময়ী হয়ে উঠতে জানেন নোরা ফতেহি
ইনস্টাগ্রামে শিল্পা পোস্ট করা মাত্র তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা মন্তব্য করেছেন৷ জানিয়েছেন সমবেদনা৷ ফরাহ খান কুন্দর তাকে সমবেদনা জানিয়েছেন৷ ভূমি পেডনেকর দিয়েছেন হৃদয়ের ইমোজি৷ শমিতা শেট্টী লিখেছেন, ‘‘শান্তিতে থাকো আমাদের ছোট্ট প্রিন্সেস৷’’ লেখার সঙ্গে দিয়েছেন ভগ্ন হৃদয়ের ইমোজি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty on losing her loved one : প্রিয়জনকে হারিয়ে বিধ্বস্ত শিল্পা, লিখলেন আবেগঘন পোস্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement