এবার যদি সেই ফুচকা খেলেই পেয়ে যায় প্রাইজ তবে বিষয়টি কেমন হয়? ভাবছেন ফুচকা খেলেই প্রাইজ পাওয়া যায় নাকি? হ্যাঁ, এটাই সত্যি। কোচবিহারের এক ফুচকার দোকানে এমনই চ্যালেঞ্জ শুরু করা হয়েছে। সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত ফুচকা প্রেমীদের ভিড় লেগে থাকছে এই দোকানে। এই দোকানটির নাম গ্র্যাজুয়েট ফুচকা ওয়ালা৷
ফুচকার দোকানের কর্ণধার রানা সাহা জানান, এখানে বিভিন্ন স্বাদের ফুচকা রয়েছে সকলের জন্য। সেই সঙ্গে রয়েছে আর একটি আকর্ষণীয় চমক। তিনি তাঁর দোকানে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছেন ছোট থেকে বড় সকলের জন্য। যিনি এই চ্যালেঞ্জে জয় লাভ করবেন, তিনি পেয়ে যাবেন কড়কড়ে ৫০০ টাকা নগদ পুরস্কার! ফুচকা খেয়ে জিতে নিতে পারবেন এই পুরস্কার!
advertisement
আরও পড়ুন – Yashasvi Jaiswal: কষ্টের দিন শেষে এবার বিলাসিতার পথে প্রথম পা, পাঁচ কোটির ফ্ল্যাট বুক যশস্বীর
এই ফুচকা কিন্তু হবে একদম সাধারণ ফুচকা। যদি কোনও ব্যক্তি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চান। তবে তাঁকে ২৫ সেকেন্ডে ১৫ টি ফুচকা খেতে হবে এক নিমেষে। এই চ্যালেঞ্জ শুরু করার জন্য ৬০ টাকা জমা দিতে হবে আগে। চ্যালেঞ্জে জিতে গেলেই মিলবে ৫০০ টাকা। যদি ওই ব্যক্তি চ্যালেঞ্জটি হেরে যান। তবে কোন পুরস্কার পাবেন না।
দোকানের আসা এক গ্রাহক প্রিয়ালী দাস জানান, “ফুচকা তো অনেক দোকানেই পাওয়া যায়। তবে এই দোকানে নানা ধরনের স্বাদের ফুচকা পাওয়া যায়। এখানকার মতো স্বাদের ফুচকা আর কোথাও পাওয়া যাবে না। এছাড়া এই দোকানের এই বিশেষ চ্যালেঞ্জ সকলকে আকর্ষণ করছে এই দোকানের প্রতি। জেলার অন্য কোন দোকানে এমন চ্যালেঞ্জ আগে কোনদিন করা হয়নি। তাই এই চ্যালেঞ্জ নিতে অনেকেই ভিড় জমাচ্ছেন কোচবিহারের সাগরদিঘি চত্বরের এই ফুচকার দোকানে।
সবশেষে একটা কথা বলাই যায়। ফুচকা প্রেমীদের জন্য এই চ্যালেঞ্জ কোচবিহারে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে।
Sarthak Pandit