TRENDING:

Cooch Behar News: খাল তো নয়, যেন ডাস্টবিন! ছড়াচ্ছে দুর্গন্ধ, অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণের দাবি! কি জানাচ্ছে পঞ্চায়েত

Last Updated:

খালের অবস্থা খারাপ দেখে সংস্কারের দাবি তুলছেন সব্বাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের রবীন্দ্রনাথ রায় মহাশ্মশান। কোচবিহার সদর শহরের এই শ্মশান একমাত্র মহাশ্মশান। তবে দীর্ঘ সময় ধরে এই মহাশ্মশান ও মহাশ্মশানের পিছনের খালের অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দারা ও শ্মশান যাত্রীরা দীর্ঘ সময় ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শ্মশানের পিছনের খালের মধ্যে জমে রয়েছে নোংরা আবর্জনা। এছাড়া খাল ছেয়ে গিয়েছে জলের আগাছায়। প্রায়শই এই জায়গা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে ক্রমাগত অস্বস্তিতে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা দ্রুত এই সকল সমস্যার সমাধান চাইছেন।
advertisement

এলাকার স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘ সময় ধরে এলাকায় খাল সংস্কার হচ্ছে না। ফলে খাল একটা সময় সতেজ থাকলেও, বর্তমানে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। নদীর মধ্যে আগাছায় ছেয়ে গিয়েছে। প্রায়শই খালের মধ্যে থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে শ্মশানের ফেলে দেওয়া জিনিস থেকে। ফলে এলাকায় থাকা কষ্টের হয়ে দাঁড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাই স্থানীয়রা দ্রুত এই সমস্যার নিষ্পত্তি চাইছেন। তবে এখনও পর্যন্ত এই সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা। তাইতো স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে বর্তমানে।

advertisement

আরও পড়ুন: ঘরে-বাইরে সবতেই জলে জলময়! বছরভরের নরক যন্ত্রণা এবার শেষ করতে হুঁশিয়ারি বাসিন্দাদের

এলাকার আরও দুই স্থানীয় বাসিন্দা জানান, “পঞ্চায়েতের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই দীর্ঘ চার-পাঁচ বছরের বেশি সময় ধরে এই অবস্থা হয়ে হয়েছে নখালের। কচুরিপানা, জংলি কচুগাছ, জলজ আগাছা, থার্মকলের বাক্স ভরে গিয়েছে খালের। ফলে খালের ওপর একটা আলাদা আস্তরণ সৃষ্টি হয়েছে। খালের ওপর থাকা সেতুর মধ্যে আটকে রয়েছে আগাছা। ফলে সেতুও নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যদিও এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে গেলে তিনি এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য প্রকাশ করতে চাননি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমান সময়ে এই খালের বেহাল দশার পরিবর্তন প্রয়োজন। তবেই এলাকার মানুষেরা বেশ কিছুটা স্বস্তিতে এলাকায় থাকতে পারবেন। নাহলে অদূর ভবিষ্যতে এলাকার পরিস্থিতি আরও বেহাল হয়ে দাঁড়াবে। এছাড়া খালটি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এলাকা থেকে। তাইতো দ্রুত এই খালের সংস্কার প্রয়োজন। ইতোমধ্যেই এই সংস্কারের বিষয় নিয়ে দাবি তুলতে শুরু করছেন শ্মশান যাত্রীরা এবং এলাকার স্থানীয় মানুষেরা।

advertisement

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: খাল তো নয়, যেন ডাস্টবিন! ছড়াচ্ছে দুর্গন্ধ, অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণের দাবি! কি জানাচ্ছে পঞ্চায়েত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল