এই নৃশংস ঘটনা ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইল এলাকায়। গরম পিচে ফেলে পথ কুকুরকে মারার চেষ্টার ঘটনার বিরুদ্ধে মালদহ শহরে ধিক্কার মিছিল বের করেন শতাধিক পশুপ্রেমী। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
তাঁরা জানিয়েছেন, চারটি পথকুকুরের গায়ে গরম পিচে ফেলে দেওয়া হয়েছিল। তাঁদের উদ্ধার করা গিয়েছে। কিন্তু তাদের প্রত্যেকেরই অবস্থা সঙ্কটজনক। চিকিৎসা চলছে।
advertisement
আরও পড়ুন: খরচ না হয়ে রাজ্যে পড়ে রয়েছে ২৬০ কোটি টাকা, শহরে এসে গুরুতর অভিযোগ স্মৃতি ইরানির
গত শনিবার মালদহ শহরের অভিরামপুরের এক ব্যক্তির কাছ ফোন পেয়ে এক অসুস্থ কুকুরের চিকিৎসা করতে গিয়েছিলেন পশুপ্রেমী সংস্থার প্রতিনিধিরা। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে অকথ্য গালিগালাজ করা হয়। এমনকি, এক মহিলা পশুপ্রেমীর শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে স্থানীয় যুবকের বিরুদ্ধে। এবিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নেমেছে পুলিশ।
পশুপ্রেমীরা জানাচ্ছেন, পথ কুকুরদের উপর এমন অত্যাচারের ঘটনা ক্রমেই বাড়ছে মালদহে। শহরাঞ্চলে বিভিন্ন রাস্তা নোংরা করার অভিযোগে মাঝেমধ্যেই 'নিশানা' করা হয় এই অবোলা প্রাণীদের। সম্প্রতি মালদহ শহরের সুকান্ত মোড়, অভিরামপুর, পিরোজপুর প্রকৃতি একাধিক এলাকায় পথ কুকুরদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। তবে সম্প্রতি সমস্ত অত্যাচারকে ছাপিয়ে গিয়েছে মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইলের এক ঘটনা। সেখানে 'শাস্তি' দেওয়ার নামে চারটি পথ কুকুরের গায়ে গরম পিচ ঢেলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাত পোহালেই বিয়ের সানাই! জয়সলমীরে পৌঁছে গেলেন সিদ্ধার্থ-কিয়ারা, দেখে নিন ছবি
ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে কুকুরগুলি। পশুপ্রেমী সংস্থার উদ্যোগে শুক্রবার রাত পর্যন্ত তাদের শুশ্রূষার কাজ চলে। গা থেকে পিচ ছাড়িয়ে বিপদমুক্ত করার চেষ্টা করা হয়। পাশাপাশি, স্যালাইনের ব্যবস্থা করে শেষে পৌঁছে যাওয়া হয় ১৬ মাইলে তাদের নিজস্ব এলাকায়।
পথ কুকুরদের উপর এমন অত্যাচারে উদ্বিগ্ন হয়ে শুক্রবার সকালে মালদহ শহরে মিছিল বের করেন পশুপ্রেমীরা। যেখানে বৈষ্ণবনগরের ঘটনা তুলে ধরে পথ কুকুরদের অযথা টার্গেট না করার জন্য সচেতনতামূলক প্রচারও চালানো হয়।
তবে এরমধ্যেই শনিবার আরও এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল মালদহ শহরের অভিরামপুর এলাকা। যেখানে আহত এক কুকুরকে শুশ্রূষা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়লেন পশুপ্রেমী সংস্থার প্রতিনিধিরা।