কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলির জন্য বরাদ্দ টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক অতীতে এই অভিযোগ বারংবার করতে শোনা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন মহলের তরফে। বিভিন্ন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরবব হয়েছেন। তবে এবার বাংলায় এসে এই অভিযোগের বিরুদ্ধে সুর ছড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
কেন্দ্রীয় বাজেটের বিষয় ব্যাখ্যা করার জন্য কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন স্মৃতি। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তো তোলেনই, তেমনই বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ কেন্দ্রীয় সরকারের টাকা অব্যবহৃত থেকে যাওয়ারও অভিযোগ তোলেন।
আরও পড়ুন: ঘাসফুলের দুর্গে পদ্মের 'মিশন চব্বিশ'! কলকাতার মন পেতে কোন নয়া কৌশল নিচ্ছে বিজেপি?
স্মৃতি ইরানীর দাবি, তাঁর মন্ত্রক অর্থাৎ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফেই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা এসেছে রাজ্যে। এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ সম্পূর্ণ নিয়মবিরুদ্ধভাবে নাম পরিবর্তন করে অন্যত্র ব্যবহার করছিল রাজ্য সরকার। এমনই অভিযোগ তোলেন স্মৃতি। তাঁর দাবি, ২০২২ সালে তাঁর মন্ত্রকের তরফে এর প্রতিবাদ করে চিঠি দেওয়া হয়। তারপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানানো হয় মন্ত্রককে। এমনটাই দাবি করেন স্মৃতি।
স্মৃতি ইরানির আরও দাবি, "তৃণমূল কংগ্রেসের তরফে আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ করা হয়। কিন্তু শুধু আমার মন্ত্রক থেকেই পাওয়া ২৬০ কোটি টাকা অব্যবহৃত রয়ে গিয়েছে রাজ্যে।"
আরও পড়ুন: শেষ স্পেলে ভালই ব্যাটিং করছে শীত, আগামী ২৪ ঘণ্টা হাতের কাছেই থাকুক জ্যাকেট কিংবা সোয়েটার
শুধুমাত্র নিজের মন্ত্রকই নয়, অন্যান্য মন্ত্রকের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ যথেষ্টই বৃদ্ধি হয়েছে বলে দাবি করেন স্মৃতি ইরানি। তাঁর দাবি, রেল মন্ত্রকের ক্ষেত্রেও পরিসংখ্যান হিসেবে ২০০৯-২০১৪ সালের মধ্যে বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৪ হাজার ৩০০ কোটি। যা ২০১৪-র পর থেকে বেড়ে হয়েছে প্রায় ১১ হাজার ৯০০ কোটি টাকা। মোট বরাদ্দ প্রায় তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন স্মৃতি।
তবে ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এ রাজ্যের নেতাদের "পকেটে ভরা"র কারণেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বরাদ্দ অর্থ সঠিকভাবে রাজ্য পাচ্ছে না বলে দাবি করেন স্মৃতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata banaerjee, Smriti Irani