কলকাতা: আগামী বছর লোকসভা ভোট। সেখানে বিজেপির অন্যতম 'চিন্তা'র কারণ রাজধানী কলকাতা। কারণে, রাজধানীতে বরাবরই বিজেপির ভোটের ভাঁড়ার শূন্যই থাকে। তাই, চব্বিশের আগে কলকাতার সংগঠন মজবুত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে পদ্ম শিবির।
বিজেপির মিশন কলকাতায় পাখির চোখ চব্বিশের লোকসভা ভোট। সূত্রের খবর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই লোকসভা কেন্দ্রেই সংগঠন মজবূুত করতে এবং নাগরিকদের মন পেতে বিশেষ নজর দিতে চলেছে পদ্ম শিবির।
আরও পড়ুন,নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির
আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে
বাংলার বিভিন্ন প্রান্তে আসন পেলেও এখনও কলকাতায় সেভাবে সাফল্য পায়নি বিজেপি। উনিশের লোকসভা ভোটে কলকাতায় বিজেপির প্রাপ্তি শূন্য। একুশের বিধানসভা ভোটেও কলকাতায় বিজেপির কপালে কোনও আসন জোটেনি।
কলকাতা পুরসভার নির্বাচনে ১৪৪টির মধ্যে মাত্র তিনটিতে জিতেছে পদ্ম শিবির। বহু ওয়ার্ডে বিজেপি-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। কলকাতায় সংগঠন যে দুর্বল, তা একপ্রকার স্বীকারই করে নিয়েছেন বঙ্গ পদ্ম শিবিরের এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে এর পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন,আগামী লোকসভা নির্বাচনে কলকাতায় ভাল ফল করতে বদ্ধপরিকর তাঁর দল।
চব্বিশের প্রস্তুতি শুরু হতে চলেছে তেইশ থেকেই। সূত্রের খবর, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতেই যাবেন বিজেপি নেতা-কর্মীরা। কথা বলবেন বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। স্থানীয় সমস্যাকে অস্ত্র করেই স্থানীয় ইস্যু ভিত্তিক প্রতি ওয়ার্ডে আন্দোলনে নামবে বিজেপি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একটি বড়সড় সভা করারও পরিকল্পনা রয়েছে তাদের।
বিজেপি নেতৃত্বেরা আশাবাদী যে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত হবে। তবে ঘরোয়া কোন্দল এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে তাদের কাছে সংগঠনকে কলকাতায় শক্তিশালী করার পথে অন্যতম মাথা ব্যথার কারণ, তা-ও কার্যত বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে।
কলকাতা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। নয়া কৌশলে ঘাসফুলের দুর্গে পদ্মফুল সিঁধ কাটতে পারে কি না, সেটা সময়ই বলবে। এদিকে বিজেপির নয়া কৌশল প্রসঙ্গে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বললেন, "কলকাতায় তৃণমূল কংগ্রেসই শাসক এবং তৃণমূল কংগ্রেসই বিরোধী। বিজেপির কোনও জায়গা নেই। তাই কলকাতা দখলের স্বপ্ন ওদের কাছে দিবা স্বপ্ন হয়েই রয়ে যাবে।"
ভেঙ্কটেশ্বর লাহিড়ী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।