kolkata BJP: ঘাসফুলের দুর্গে পদ্মের 'মিশন চব্বিশ'! কলকাতার মন পেতে কোন নয়া কৌশল নিচ্ছে বিজেপি?
- Reported by:VENKATESHWAR LAHIRI
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নজরে কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র। পদ্ম শিবিরের হাতিয়ার কলকাতা পুরসভার 144 টি ওয়ার্ড।
কলকাতা: আগামী বছর লোকসভা ভোট। সেখানে বিজেপির অন্যতম 'চিন্তা'র কারণ রাজধানী কলকাতা। কারণে, রাজধানীতে বরাবরই বিজেপির ভোটের ভাঁড়ার শূন্যই থাকে। তাই, চব্বিশের আগে কলকাতার সংগঠন মজবুত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে পদ্ম শিবির।
বিজেপির মিশন কলকাতায় পাখির চোখ চব্বিশের লোকসভা ভোট। সূত্রের খবর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই লোকসভা কেন্দ্রেই সংগঠন মজবূুত করতে এবং নাগরিকদের মন পেতে বিশেষ নজর দিতে চলেছে পদ্ম শিবির।
advertisement
advertisement
বাংলার বিভিন্ন প্রান্তে আসন পেলেও এখনও কলকাতায় সেভাবে সাফল্য পায়নি বিজেপি। উনিশের লোকসভা ভোটে কলকাতায় বিজেপির প্রাপ্তি শূন্য। একুশের বিধানসভা ভোটেও কলকাতায় বিজেপির কপালে কোনও আসন জোটেনি।
কলকাতা পুরসভার নির্বাচনে ১৪৪টির মধ্যে মাত্র তিনটিতে জিতেছে পদ্ম শিবির। বহু ওয়ার্ডে বিজেপি-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। কলকাতায় সংগঠন যে দুর্বল, তা একপ্রকার স্বীকারই করে নিয়েছেন বঙ্গ পদ্ম শিবিরের এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে এর পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন,আগামী লোকসভা নির্বাচনে কলকাতায় ভাল ফল করতে বদ্ধপরিকর তাঁর দল।
advertisement
চব্বিশের প্রস্তুতি শুরু হতে চলেছে তেইশ থেকেই। সূত্রের খবর, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতেই যাবেন বিজেপি নেতা-কর্মীরা। কথা বলবেন বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। স্থানীয় সমস্যাকে অস্ত্র করেই স্থানীয় ইস্যু ভিত্তিক প্রতি ওয়ার্ডে আন্দোলনে নামবে বিজেপি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একটি বড়সড় সভা করারও পরিকল্পনা রয়েছে তাদের।
বিজেপি নেতৃত্বেরা আশাবাদী যে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত হবে। তবে ঘরোয়া কোন্দল এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে তাদের কাছে সংগঠনকে কলকাতায় শক্তিশালী করার পথে অন্যতম মাথা ব্যথার কারণ, তা-ও কার্যত বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে।
advertisement
কলকাতা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। নয়া কৌশলে ঘাসফুলের দুর্গে পদ্মফুল সিঁধ কাটতে পারে কি না, সেটা সময়ই বলবে। এদিকে বিজেপির নয়া কৌশল প্রসঙ্গে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বললেন, "কলকাতায় তৃণমূল কংগ্রেসই শাসক এবং তৃণমূল কংগ্রেসই বিরোধী। বিজেপির কোনও জায়গা নেই। তাই কলকাতা দখলের স্বপ্ন ওদের কাছে দিবা স্বপ্ন হয়েই রয়ে যাবে।"
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2023 8:36 AM IST








