পাকা রাস্তার কাজ শুরু হতেই আনন্দ উল্লাসে ভাসেন গ্রামবাসীরা। উজ্জ্বল সরকার নামে এক গ্রামবাসী জানান, “ঠাকুরদার আমল থেকে দেখে আসছি গ্রামের এই রাস্তা কাঁচা। স্বাধীনতার পর গ্রামে এই প্রথম পাকা রাস্তা হতে চলেছে। গ্রামের যান চলাচল তো দূরের কথা, মানুষের যাতায়াতের ক্ষেত্রেও সমস্যা হত। অল্প বৃষ্টিতেই কাদায় পরিপূর্ণ হত গোটা রাস্তা। তবে এবার এই রাস্তা হওয়ার পর গ্রামবাসীদের সমস্যা মিটবে।”
advertisement
আরও পড়ুনঃ মাছ না ধরেই ফিরে আসছে একের পর এক ট্রলার! মৎসজীবীদের মধ্যে আতঙ্কের পরিবেশ, কী এমন হল জানুন
এদিন পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ঘটা করে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, “গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই দাবি পূরণ হতে চলেছে। আগামী দিনে গ্রামের আরও উন্নয়নমূলক কাজ করা হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রাস্তা হওয়ার ফলে মালদহের ইংরেজবাজার ব্লকের পলাশবাড়ি, দামোদরপুর, নাটভাটাপল্লী, শ্রীরামপুর, দুয়ারবাসিনি, বাগবাড়ি ইত্যাদি গ্রামের কয়েক হাজার বাসিন্দারা উপকৃত হবেন। দীর্ঘ প্রতীক্ষার পর এদিন ঢালাই রাস্তার কাজের সূচনার হওয়ায় আনন্দ উল্লাসে ভাসেন গ্রামবাসীরা।





