তিন রাউন্ড গুলি চলেছে বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে একটি পিস্তল৷ অজ্ঞাতপরিচয় ওই পুরুষ যাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ৷ আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
আরও পড়ুন: গাড়ির জানলা থেকে পর পর গুলি, রূদ্ধশ্বাস দু' মিনিট! দেখুন রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ
advertisement
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এ দিন ডাউন নর্থ ইস্ট এক্সপ্রেস এনজিপি স্টেশনে ঢোকার আগে সিগন্যালে অপেক্ষা করছিল৷ তখনই ট্রেনের জেনারেল কামরা থেকে পর পর তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়৷ পর পর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ ট্রেনটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই দ্রুত ওই কামরায় পৌঁছন রেল পুলিশ এবং আরপিএফ-এর আধিকারিকরা৷ প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনাক্রম শুনে তদন্ত শুরু করে পুলিশ৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেনটি এনজেপি স্টেশনে আটকে থাকে৷ ট্রেনের ভিতরে এবং স্টেশন চত্বরেও তল্লাশি চালানো হয়৷
রেল পুলিশের এসপি পি সেলভামুরুগান বলেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।' যাত্রী সুনীল কুমার বলেন, 'পাশের কামরা থেকে আচমকা তিন রাউন্ড গুলির শব্দ আসে। পরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে।'
ঘটনার জেরে প্রায় ঘণ্টা ট্রেনটি এনজেপি স্টেশনে আটকে থাকে। এর পর নতুন বগি যুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। যাত্রীকে চিহ্নিত করে এই হত্যাকাণ্ডের কিনারা করতে চাইছে রেল পুলিশ ও আরপিএফ।