Exclusive।। Raju Jha Murder: গাড়ির জানলা থেকে পর পর গুলি, রূদ্ধশ্বাস দু' মিনিট! দেখুন রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ

Last Updated:

রুদ্ধশ্বাস দু' মিনিটে দেখা গিয়েছে, নীল গাড়িতে করে আসে দুষ্কৃতীরা। গাড়িটিকে রাজু ঝা-এর গাড়ির সামনে দাঁড় করানো হয়।

+
রাজু

রাজু হত্যার সিসিটিভি ফুটেজের অংশ৷

আসানসোল: দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী রাজু ঝা। রাজু ঝাকে খুনের পর দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। তবে পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে দুষ্কৃতীদের গ্রেফতার করতে। এবার প্রকাশ্যে এল নৃশংস হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ৷
এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছেন, তার কিনারা করতে পুলিশ সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে ল্যাংচার দোকানের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে৷ ভর সন্ধ্যায় একটি নীল গাড়িতে করে এসে রাজু ঝাকে খুন করে চলে গিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
advertisement
গাড়িটির সূত্র ধরে শক্তিগড়, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় তদন্ত করছেন গোয়েন্দারা। তার মধ্যেই হাতে এল রাজু ঝাকে খুন করার সময়ের সিসিটিভি ফুটেজ। রূদ্ধশ্বাস দু মিনিটে দেখা গিয়েছে, নীল গাড়িতে করে আসে দুষ্কৃতীরা।
গাড়িটিকে রাজু ঝা-এর গাড়ির সামনে দাঁড় করানো হয়। তারপর দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে সাদা এসইউভি-র পিছন দিকে যায়। তারপর দুজন একদম সামনে থেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ব্যবসায়ী রাজু ঝাকে। দেখুন সেই রুদ্ধশ্বাস সিসিটিভি ফুটেজ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Exclusive।। Raju Jha Murder: গাড়ির জানলা থেকে পর পর গুলি, রূদ্ধশ্বাস দু' মিনিট! দেখুন রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement