Exclusive।। Raju Jha Murder: গাড়ির জানলা থেকে পর পর গুলি, রূদ্ধশ্বাস দু' মিনিট! দেখুন রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রুদ্ধশ্বাস দু' মিনিটে দেখা গিয়েছে, নীল গাড়িতে করে আসে দুষ্কৃতীরা। গাড়িটিকে রাজু ঝা-এর গাড়ির সামনে দাঁড় করানো হয়।
আসানসোল: দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী রাজু ঝা। রাজু ঝাকে খুনের পর দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। তবে পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে দুষ্কৃতীদের গ্রেফতার করতে। এবার প্রকাশ্যে এল নৃশংস হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ৷
এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছেন, তার কিনারা করতে পুলিশ সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে ল্যাংচার দোকানের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে৷ ভর সন্ধ্যায় একটি নীল গাড়িতে করে এসে রাজু ঝাকে খুন করে চলে গিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
advertisement
গাড়িটির সূত্র ধরে শক্তিগড়, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় তদন্ত করছেন গোয়েন্দারা। তার মধ্যেই হাতে এল রাজু ঝাকে খুন করার সময়ের সিসিটিভি ফুটেজ। রূদ্ধশ্বাস দু মিনিটে দেখা গিয়েছে, নীল গাড়িতে করে আসে দুষ্কৃতীরা।
গাড়িটিকে রাজু ঝা-এর গাড়ির সামনে দাঁড় করানো হয়। তারপর দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে সাদা এসইউভি-র পিছন দিকে যায়। তারপর দুজন একদম সামনে থেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ব্যবসায়ী রাজু ঝাকে। দেখুন সেই রুদ্ধশ্বাস সিসিটিভি ফুটেজ।
Location :
Asansol,Barddhaman,West Bengal
First Published :
April 10, 2023 10:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Exclusive।। Raju Jha Murder: গাড়ির জানলা থেকে পর পর গুলি, রূদ্ধশ্বাস দু' মিনিট! দেখুন রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ