পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়ার জন্য এই অত্যাধুনিক টেলিস্কোপ নিয়ে আসা হয়েছে। এই টেলিস্কোপ সম্পূর্ণ আধুনিক। এখানে কোন গ্রহ বা উপগ্রহের নাম লিখলেই নিজে থেকেই সেটিকে নির্ণয় করে লেন্সে ধরে নিচ্ছে। কোনরকম কোন অসুবিধা হচ্ছে না। এমন আধুনিক টেলিস্কোপ এটি। এমনকি সাধারণ টেলিস্কোপের থেকে এই টেলিস্কোপে গ্রহ, উপগ্রহগুলিকে অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। আকারে অনেকটা বড় দেখা যাচ্ছে। বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার অফিসের ছাদে বসানো রয়েছে এই আধুনিক টেলিস্কোপ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অ্যাডভাইজার কে পি সিং বলেন, “এটি অত্যাধুনিক টেলিস্কোপ। নতুন নিয়ে আসা হয়েছে মালদহে। ছাত্র-ছাত্রীদের অনেকটাই সুবিধা হবে। টেলিস্কোপের সাহায্যে গ্রহ, উপগ্রহ নক্ষত্রদের পরিষ্কার দেখা যাচ্ছে।”
advertisement
আরও পড়ুন: আলু চাষিদের জন্য বড় খবর! কৃষকেরা পাবেন এবার বড়সড় সুযোগ-সুবিধা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেলিস্কোপ দুটির উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এখানে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের নিয়ে এসে আধুনিকে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ, উপগ্রহ দেখানোর সুযোগ দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদেরও অনেকটাই সুবিধা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার সম্পাদক মনোরঞ্জন সাহা বলেন, “ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ। সপ্তাহ ব্যাপী আমরা এই টেলিস্কোপের সাহায্যে জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের মহাকাশ দেখাব।”
এতদিন তারা বইয়ের পাতায় গ্রহ, উপগ্রহের ছবি দেখে এসেছে। অত্যাধুনিক এই টেলিস্কোপের মাধ্যমে নিজেদের চোখে সরাসরি গ্রহ, উপগ্রহগুলি দেখার সুযোগ মিলছে এখানে। জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা এখানে ভিড় করছে এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্রদের দেখার জন্য।
হরষিত সিংহ