প্রতিবছর এই সংগঠনের পক্ষ থেকে মালদহে পুষ্প প্রদর্শনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। এই বছরও অনুষ্ঠিত হচ্ছে জেলা সুইমিংপুলে। বিভিন্ন প্রজাতির ফুল, ফল পাতাবাহার সহ প্রায় ১১০০ গাছ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছাদ বাগানগুলিকেও এই প্রতিযোগিতায় স্থান দেওয়া হয়েছে। সংগঠনের কোষাধ্যক্ষ নিরেন্দ্র কুমার সাহা বলেন, “এই বছর ৪৮ তম বর্ষ পুষ্প প্রদর্শনীর। ৬ জানুয়ারি পর্যন্ত চলবে মালদহ সুইমিংপুলে। বিভিন্ন প্রজাতির ফুল ফল পাতাবাহার গাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।”
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গগামী এই ট্রেনের খোলনলচে বদলে যাচ্ছে! ট্রেনের গতি আরও বাড়বে, রেলের বড় খবর
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাড়িতে ছাদ বাগান থাকলেই অংশগ্রহণ করা যাবে। পাঁচ মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে ছাদ বাগানের। সেই ভিডিও সংগঠনের কাছে পাঠাতে হবে। সেখানে যিনি পাঠাচ্ছেন তার নাম ছাদ বাগানের বৈশিষ্ট্য সমস্ত কিছু উল্লেখ করতে হবে। এইভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছাদের বাগানের গাছ কোথাও না নিয়ে গিয়েও প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ মিলছে। উদ্যোক্তাদের এমন পরিকল্পনায় অনেকেই সামিল হয়েছেন। গত কয়েক বছর ধরে অনেকেই তাঁদের ছাদ বাগানের ভিডিও তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।
হরষিত সিংহ