উত্তরবঙ্গের দুর্গাপুজোর কার্নিভালের তালিকায় রয়েছে, বাবুসিং স্পোর্টিং ক্লাবজনশ্রী ক্লাবনবদমী মহিলা বৃন্দ (একটি মহিলা পরিচালিত পুজো কমিটি, যা বিশেষ আকর্ষণ)কলেজ পাড়া পুজো কমিটিশিলিগুড়ি রবীন্দ্র সংঘশতাক্ষী দুর্গাপূজা কমিটিদাদা ভাই স্পোর্টিং ক্লাব (বিগ বাজেট পুজো)সুব্রত সংঘ (বিগ বাজেট পুজো)সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি (বিগ বাজেট পুজো)জাতীয় যুব সংঘরামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ।
advertisement
দুর্গাপুজোকে ঘিরে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়িতে আয়োজন করা হয়েছিল দুর্গাপুজো কার্নিভাল। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় সেই অনুষ্ঠান কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তা নিয়ে প্রশাসন বড়সড় চিন্তায়৷ শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকরা৷
যেভাবে বৃষ্টি হচ্ছ শিলিগুড়ি জুড়ে তাতে কার্নিভালে ঠাকুরের মাতৃপ্রতিমা সঠিকভাবে নিয়ে যাওয়া যেমন একটা বড় চ্যালেঞ্জ তেমনিই রাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাও প্রশ্নের মুখে৷