আরও পড়ুন: আর যেতে হবে না কলকাতায়, হার্টের যেকোনও সমস্যার চিকিৎসা এখন রানাঘাটে
দুর্ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের মাস্টারপাড়া এলাকায়। মৃত বাইক আরোহীর নাম প্রসেনজিৎ সাহা। তাঁর বাড়ি তুফানগঞ্জের চিলা রায়গড় এলাকায়। ওই বাইকে থাকা অপর আহতকে আশঙ্কা জনক অবস্থায় এম.জে.এম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, প্রসেনজিৎ ও তাঁর এক বন্ধু খেলা দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারেন। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রসেনজিতের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে প্রসেনজিৎ সাহার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, বাইক আরোহীরা মদ্যপ অবস্থায় থাকতে পারে। তার থেকেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে।
সার্থক পণ্ডিত