অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে সেজে উঠল সুবর্ণরেখা, দেখুন সেই দুর্দান্ত ভিডিও
ইতিমধ্যেই আমরা আপনাদের জানিয়েছি কেউ সাইকেল চালিয়ে, কেউ বা গাড়ি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। সত্তরোর্ধ্ব ভবানী প্রসাদ রিমাল তেমনই একজন। তিনি ডিব্রুগর থেকে পায়ে হেঁটে উত্তরপ্রদেশের অযোধ্যা যাচ্ছেন। এই বাংলার উপর দিয়েই গিয়েছেন এই বৃদ্ধ। পায়ে হেঁটে সেই সুদূর অযোধ্যা যাত্রা প্রসঙ্গে বৃদ্ধ ভবানীপ্রসাদ জানান, রামলালার মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি। ঐতিহাসিক মুহূর্ত নিজের চোখে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সোমবার জলপাইগুড়ির পাহাড়পুর ছেড়ে উত্তরপ্রদেশের পথে এগিয়ে যান অসমের এই বৃদ্ধ। তিনি জানান, আশা করছেন ২১ জানুয়ারি রাতেই রাম জন্মভূমি পৌঁছে যাবেন। গত ১০ দিন ধরে সারাদিন এবং সন্ধের কিছুসময় হেঁটে চলেছেন জাতীয় সড়ক ধরে। আর রাত কাটাতে ভরসা পথের ধারের কোনও মন্দির বা পেট্রল পাম্প। আবার ভোরের আলো ফুটতেই যাত্রা শুরু। দীর্ঘ প্রায় ১,২০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পৌঁছবেন অযোধ্যা। রাস্তায় বহু মানুষ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও কিছুই নেননি এই বৃদ্ধ। তাঁর কথায়, আমার যাত্রার গল্প শুনে অনেকেই গাড়িতে লিফট দেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু আমি নিইনি। অনেকে জল বা খাবার দিয়েছেন। আশ্রয়ের জন্য বাড়িতে থাকতে বললেও আমি থাকিনি। কারণ কষ্ট করলে তবেই রামকে পাওয়া যায়। পেশায় গো-পালক ভবানীপ্রসাদ জলপাইগুড়ির বুকে দাঁড়িয়ে জানান, ২২ জানুয়ারি সারা দেশে অকাল দেওয়ালিতে মেতে উঠবে। আমাদের রাম পৃথিবীর বুকে আবার নেমে আসবেন।
সুরজিৎ দে






