TRENDING:

Offbeat Destination: বাঁকে- বাঁকে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা! পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম! ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে

Last Updated:

Offbeat Destination: বেশিরভাগ পর্যটক শহরের ভিড় ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কোনও অফবিট ডেস্টিনেশনে থাকতে বেশি পছন্দ করে। তার উপর যদি চোখের সামনে পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে তো কোনও কথাই নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বেশিরভাগ পর্যটক শহরের ভিড় ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কোনও অফবিট ডেস্টিনেশনে থাকতে বেশি পছন্দ করে। তার উপর যদি চোখের সামনে পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে তো কোনও কথাই নেই। বর্তমানে বেশিরভাগ পর্যটকেরই মনে জায়গা করে নিয়েছে কালিম্পং এর বিভিন্ন অজানা গ্রাম।
advertisement

দিনের পর দিন দার্জিলিং-এর পাশাপাশি কালিম্পঙের এই গ্রামগুলিতে ভিড় বাড়ছে পর্যটকদের। এর মধ্যে শীতের ছুটিতে বড়দিনে বেড়াতে যাওয়ার সেরা ঠিকানায় হল কালিম্পং এর এই ফিক্কালে গাও। যেখানে বসে এক কাপ দার্জিলিং চা এবং পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি বিখ্যাত মোমো হাতে দুচোখ ভরে দেখতে পাবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। মাঝে মাঝে মেঘের ফাক দিয়ে উঁকি দেবে বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘাও।

advertisement

আরও পড়ুন: Non Veg-এর সমান…! এই ‘সবজি’ পুষ্টির পাওয়ার হাউস! ক্যানসারকে ঘেঁষতে দেয় না ধারেকাছে, চমকে দেবে উপকারিতা…!

এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসে এক পর্যটক কার্তিক মণ্ডল বলেন বর্তমানে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রামেই সময় কাটাতে বেশি ভাল লাগে সেই উদ্দেশ্যেই কালিম্পংয়ের এই গ্রামে এসেছি, এবং এখানে এসে দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। দেখে মন ভরে গেল। আপনিও যদি শীতের ছুটিতে পাহাড়ে ঘেরা কোনও নিরিবিলি গ্রামে নিজের পরিবার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তবে কালিম্পংয়ের এই ফিক্কালে গাও হতে পারে আপনার সেরা ঠিকানা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Destination: বাঁকে- বাঁকে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা! পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম! ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল