দিনের পর দিন দার্জিলিং-এর পাশাপাশি কালিম্পঙের এই গ্রামগুলিতে ভিড় বাড়ছে পর্যটকদের। এর মধ্যে শীতের ছুটিতে বড়দিনে বেড়াতে যাওয়ার সেরা ঠিকানায় হল কালিম্পং এর এই ফিক্কালে গাও। যেখানে বসে এক কাপ দার্জিলিং চা এবং পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি বিখ্যাত মোমো হাতে দুচোখ ভরে দেখতে পাবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। মাঝে মাঝে মেঘের ফাক দিয়ে উঁকি দেবে বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘাও।
advertisement
এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসে এক পর্যটক কার্তিক মণ্ডল বলেন বর্তমানে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রামেই সময় কাটাতে বেশি ভাল লাগে সেই উদ্দেশ্যেই কালিম্পংয়ের এই গ্রামে এসেছি, এবং এখানে এসে দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। দেখে মন ভরে গেল। আপনিও যদি শীতের ছুটিতে পাহাড়ে ঘেরা কোনও নিরিবিলি গ্রামে নিজের পরিবার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তবে কালিম্পংয়ের এই ফিক্কালে গাও হতে পারে আপনার সেরা ঠিকানা।
সুজয় ঘোষ