আরও পড়ুনঃ ঝেঁপে আসছে ঝড়বৃষ্টি! বইবে প্রবল ঝোড়ো হাওয়া…! দক্ষিণে তোলপাড়! কোন কোন জেলায় বৃষ্টি? বলে দিল আলিপুর!
জানা যায়, ইসলামপুরের আদর্শ সংঘে এবার ৬০ তম দুর্গাপুজো। এ পুজো জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম। এবারে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে এই রাম মন্দির। পুজো উদ্যোক্তরা জানান, গত বছর কলকাতায় যে রাম মন্দির করা হয়েছিল তার থেকেও উন্নতমানের তৈরি করা হবে এই মন্দির। যা বিগত বছরে কলকাতার সেই রাম মন্দিরকে ও টেক্কা দিতে চলছে । তবে প্রতিবছর যে পরিমাণে মানুষের ভীড় এবারের রাম মন্দির দেখতে তার থেকেও বেশি ভিড় হবে বলে আশা রাখছেন পুজো উদ্যোক্তরা।
advertisement
প্রসঙ্গত বিগত বেশ কিছু বছর ধরেই থিমের লড়াই জারি রয়েছে জেলা জুড়ে। সেখানে পিছিয়ে নেই ইসলামপুরের আদর্শ সংঘ।। অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থী টানার প্রতিযোগিতায় উপর দিকেই থাকে এই কমিটির নাম। তাঁরা এবার তুলে ধরছেন দেশের অন্যতম চর্চিত সেই রাম মন্দির। যা এবার জেলা বাসিকে এক বিরাট চমক দেবে তা বলার অপেক্ষায় রাখেনা।
পিয়া গুপ্তা





