TRENDING:

পথ দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ! গাড়ি, বাইকে লাগানো হল রেডিয়াম পেপার 

Last Updated:

পথ চলতি প্রতিটি টোটো, বাস, স্কুটি, বাইক, চারচাকা গাড়িতে রেডিয়াম পেপার লাগানোর ব্যবস্থা করল এই সমাজসেবীরা। তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।এদিন প্রায় ৩০০ টি গাড়িতে এই রেডিয়াম পেপার লাগানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শীতের কোপে ঘন কুয়াশায় মুড়েছে শহর। সামনে গাড়ি এসে গেলেও সেটা দেখা যাচ্ছে না। কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। আর তার জেরেই শীতের রাতে ঘন কুয়াশায় একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা সামনে উঠে আসছে।
advertisement

এই পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযানে নামলেন সমাজসেবীরা। পথ চলতি প্রতিটি টোটো, বাস, স্কুটি, বাইক, চারচাকা গাড়িতে রেডিয়াম পেপার লাগানোর ব্যবস্থা করলেন সমাজসেবীরা।

আরও পড়ুন- জাঁকিয়ে শীত আর কতদিন? সূর্য উঠবে কবে? আবহাওয়ার এই খবর ভয় ধরাবে! জানুন

সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।এদিন প্রায় ৩০০ টি গাড়িতে এই রেডিয়াম পেপার লাগানো হয়। স্থানীয় বাসিন্দারা সহ শহরবাসীর তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।

advertisement

View More

শহরের সমাজ সেবামূলক কাজের দিক থেকে প্রথম সারিতে যার নাম উঠে আসে তিনি হলেন সুমন চ্যাটার্জি। ইতিমধ্যেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের মন জয় করেছে।

বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জি এবং সমাজসেবী মোহাম্মদ ইমরানের উদ্যোগে সাড়া দিয়ে বহু সমাজসেবীদের উপস্থিতিতে মেডিকেল মোর সংলগ্ন এলাকায় মাইকিং করে ট্রাফিক সচেতনামূলক বার্তা দেওয়ার পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে রাস্তা দিয়ে চলাচলকারী রিকশা সাইকেল ভ্যান চারচাকা গাড়ি বাস প্রত্যেকটি গাড়িতে রেডিয়াম পেপার লাগিয়েছেন। যাতে রাতের অন্ধকারেও সামনের গাড়িগুলিকে স্পষ্ট দেখা যায়।

advertisement

সমাজসেবী সুমন চ্যাটার্জী বলেন, ” দিনের পর দিন শহরে পথ দুর্ঘটনা বাড়ছে। শীতের কারণে কুয়াশার জেরে দৃশ্যমান্য তাও কমেছে। এই দুর্ঘটনার কারণে অনেকে নিজের কাছের মানুষকে হারিয়েছেন। কি করে এই পথ দুর্ঘটনায় রাখা যায় সে কথার ভাবনা মাথায় আসতেই এই রেডিয়াম পেপারের কথা মাথায় আসে। তাই আজ ট্রাফিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছি।”

advertisement

আরও পড়ুন- লাফিয়ে বাড়ছে ওয়েটিং লিস্ট! ঝড়ের গতিতে ফুরোচ্ছে টিকিট! শিয়ালদহ থেকে ‘কোন’ রুটে?

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিবাকর সরকার, মোঃ আসিক, বিরু ঘোষ, আদিপ হালদার, রিনা মির্ধা, উদয় চৌধুরী, রূপকুমার পাল, মেডিকেল আউটপুস্ট এর ট্রাফিক কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। সকলেই তাদের এই কর্মকান্ডে ভীষণ খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পথ দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ! গাড়ি, বাইকে লাগানো হল রেডিয়াম পেপার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল