TRENDING:

Rajbanshi Language: ইংরেজি, স্প্যানিশ কিংবা জার্মান নয় বরং রাজবংশী ভাষার শেখার প্রতি আগ্রহ বাড়ছে জেলায়

Last Updated:

North Dinajpur news:রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে প্রথম ব্যাচের পরীক্ষা শেষ  দ্বিতীয় ব্যাচের ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ইংরেজি, স্প্যানিশ কিংবা জার্মান নয় বরং রাজবংশী ভাষার শেখার প্রতি আগ্রহ বাড়ছে জেলায়।কিন্তু রাজ্যে খুব বেশি প্রতিষ্ঠানে রাজবংশী ভাষা শেখানোর চল তেমন নেই। তবে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষা শিক্ষার উপর বিশেষ সার্টিফিকেট কোর্সের সুযোগ দিয়েছে মাস খানিক আগে। তবে দিন দিন এই জেলায় বাড়ছে রাজবংশী ভাষা শেখার প্রতি আগ্রহ। যা দেখে বেশ হতবাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পড়ুয়া 
পড়ুয়া 
advertisement

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে প্রথম ব্যাচের পরীক্ষা শেষ দ্বিতীয় ব্যাচের ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আসন সংখ্যা ১০০ টা হলেও ভর্তির আবেদন করেছে আড়াইশো জন পড়ুয়া । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচে এ বছর প্রায় তিনগুণ ভর্তির চাহিদা বেড়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন, জেলায় রাজবংশী সম্প্রদায় মানুষের সংখ্যা বেশি। তাই এখানে তরুণ তরুণী থেকে বৃদ্ধ সকলেরই রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্স পড়ার আগ্রহ বাড়ছে। রাজবংশী ভাষার দ্বিতীয় ব্যাচে মেধার ভিত্তিতে ওই কোর্সে ১০০ জন আবেদনকারীকে ভর্তি নেওয়া হবে। কিন্তু ভর্তি হতে চাই আবেদন করেছেন আড়াইশো জন পড়ুয়া।

advertisement

আরও পড়ুনSummer Holiday Travel Destination: পাহাড়-নদীর অনবদ্য সংযোগ, উত্তরের একেবারে ভার্জিন ডেস্টিনেশন, গরমের ছুটিতে যোগীঘাট যাওয়ার রুটম্যাপ রইল

যদিও পরিকাঠামোর অভাবে এবছর আসন বাড়ানো সম্ভব হচ্ছে না। সমস্ত আবেদনকারীকে ডেকে মৌখিক পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ১০০ জনকে ভর্তি করে জুন মাস থেকে ক্লাস শুরু করাহবে।

View More

উল্লেখ্য প্রায় নয় মাস আগে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আশিটি আসনে রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে পঠন পাঠন শুরু হয়। পরবর্তীতে চাহিদা অনুযায়ী ওই করছে কুড়িটি আসন আরো বাড়ানো হয়। কিন্তু ওই কোর্সে প্রথম ব্যাচের তুলনায় ভর্তির চাহিদা যে তিনগুন বাড়বে তা বুঝতে পারেননি কর্তৃপক্ষ।

advertisement

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যোগ্যতায় প্রথম ব্যাচে ওই কোর্সে জেলার ৮০ জন পুরুষ ও মহিলা ভর্তি হন। মাস তিনেক আগে ওই কোর্সের প্রথম ব্যাচের পড়ুয়াদের পরীক্ষা হয়েছে। তবে এবছর প্রথম ব্যাচে আসনের তুলনায় অতিরিক্ত পড়ুয়া ভর্তি হতে চেয়ে আবেদন করেছে। যদিও আসন সংখ্যা সীমিত হওয়ায় সকল পড়ুয়াদের ভর্তি নেওয়া সম্ভব না বলে জানিয়েছেন বিদ্যালয়ে কর্তৃপক্ষ। তবে দিন দিন রাজবংশী ভাষা শেখার আগ্রহ বাড়ছে জেলায় তাতে বেশ অবাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rajbanshi Language: ইংরেজি, স্প্যানিশ কিংবা জার্মান নয় বরং রাজবংশী ভাষার শেখার প্রতি আগ্রহ বাড়ছে জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল