আপনি কি কৃষি কাজের জন্য যন্ত্রপাতি কিনতে চাইছেন? সামান্য ভর্তুকি দিয়ে সরকারি পোর্টালে পেয়ে যাবেন কৃষি কাজের জন্য সমস্ত যন্ত্রপাতির। ঘরে বসে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে আবেদন করেই ৫০ শতাংশ ভর্তুকিতেই পেয়ে যাবেন এবার নানান ধরনের যন্ত্রাংশ।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ২০২৪ বর্ষে আবেদনের ভিত্তিতে ইটাহারের ৭৬ জন কৃষক কৃষি কাজের জন্য ধান কাটা, ধান মারা, জলসেচ সহ নানান ধরনের যন্ত্রাংশ পেয়েছেন ২০২৫/২৬ এই বছরে যে সমস্ত কৃষকরা কৃষি যন্ত্রপাতি কিনতে আগ্রহী তারা অবশ্যই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই আবেদন করতে পারবেন। কৃষি যন্ত্রাংশ কিনতে আবেদন করতে হবে কৃষি দফতরের \”মাটির কথা\” অনলাইন পোর্টালে। এ বছর ৪৬ লক্ষ টাকা নানান ধরনের যন্ত্রাংশের উপর ভর্তুকি দেওয়া হবে বলে জানালেন কৃষি অধিকর্তা গৌরব সাহা।
advertisement
আরও পড়ুন: New Business Idea: বিকল্প চাষে দিশা দেখাচ্ছেন সিরকাবাদের চাষিরা, কী বলছেন তারা!
আপনিও যদি কৃষি যন্ত্রপাতি কিনতে ইচ্ছুক তবে অবশ্যই মাটির কথা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনার পছন্দের যন্ত্রপাতির জন্য আবেদন করুন এবং ঘরে বসেই পেয়ে যান কৃষিকাজের জন্য মন পছন্দের যন্ত্রাংশ একেবারেই সামান্য ভর্তুকিতে।
পিয়া গুপ্তা