TRENDING:

খেতের ধারে পড়ে শীতের পোশাক, সামনে যেতেই চমকে উঠলেন বাসিন্দারা! রায়গঞ্জে রক্তাক্ত রহস্য

Last Updated:

পুলিশ খবর পেয়ে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: সরিষা খেতে রক্তাক্ত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের আটকড়া গ্রামে। মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সরিষা খেতে দেহ উদ্ধার
সরিষা খেতে দেহ উদ্ধার
advertisement

পুলিশ খবর পেয়ে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের আটকড়া গ্রামের একটি সরিষা ক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন: কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!

advertisement

এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ ও হেমতাবাদ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,মৃত ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে সাধারণ কোনও মানুষ। সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

advertisement

আরও পড়ুন: শ্মশানে শবদেহ এলেই স্কুলে বাজে ছুটির ঘন্টা! অদ্ভুত নিয়ম গোঘাটে

ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ ক্যাম্পের দাবি জানিয়েছেন তারা। মৃতদেহটি থেকে প্রায় ৫০ মিটার দূরে জুতো, চশমা, টুপি ও চাদর উদ্ধার করেছে পুলিশ। ব্যক্তির পরিচয় জানা চেষ্টা চালানোর পাশাপাশি কী কারণে ব্যক্তিটিকে খুন করা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

মুক্তা সরকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
খেতের ধারে পড়ে শীতের পোশাক, সামনে যেতেই চমকে উঠলেন বাসিন্দারা! রায়গঞ্জে রক্তাক্ত রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল