আরও পড়ুন : কলকাতার ক্লাবগুলিতে রোয়িংকে নিরাপদ করতে বিশেষ দাবি ও প্রস্তাব পরিবেশবিদদের
বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়খন্ড ও বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
advertisement
আরও পড়ুন : ধূপগুড়িতে ‘গণধর্ষিতা’ নাবালিকা, মূল অভিযুক্তর অডিও টেপ ভাইরাল
এই মুহূর্তে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এটি উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এই রেখা নীচের দিকে নামার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে উত্তরবঙ্গের বৃষ্টি। অন্যদিকে পশ্চিমী হাওয়া সক্রিয় হচ্ছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় আছে।
আগামী কয়েকদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায়। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ এবং মুম্বাইসহ মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায়। ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিহার ঝাড়খন্ড ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।