আরও পড়ুন - একের পর এক হত্যাকাণ্ড! এ বার কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রয়াত রাজস্থানের বাসিন্দা ব্যাঙ্ক কর্মী
যা তে খুশি রাজ্য সরকার। দীর্ঘ সময় ছিল যখন সরকারি পরিবহণ সংস্থাগুলি লাভের মুখ তেমন দেখেনি। সেই পরস্থিতি থেকে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকার বলেছিল, ভর্তূকির পরিমাণ যত সম্ভব কমিয়ে আনতে হবে। সে দিক থেকে দেখতে গেলে এই ঘটনা আশা জাগিয়েছে সরকারের অন্দরে।
advertisement
অন্য দিকে আগামী ১৬ তারিখ থেকে রাজ্যে চালু হচ্ছে সরকারি উদ্যোগে কাঠমান্ডুগামী বাস। শিলিগুড়ি থেকে কাঠামান্ডু বাস চলবে সপ্তাহে তিন দিন করে। বাস চালাবে এনবিএসটিসি। নেপালে যাওয়ার সরাসরি কোনও সরকারি পরিষেবা ছিল না উত্তরবঙ্গ থেকে। সীমান্ত পর্যন্ত গিয়ে বাস বদলে নেপালে যেতে হত। শিলিগুড়ি থেকে সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় নেপালগামী পর্যটকদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
Arnab Hazra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 2:31 PM IST